ভারতের আজমগড় মুসলিমদেরকে সেহরির জন্য জাগায় এক হিন্দু পরিবারের বাপ বেটা।
ভারতে আজমগড়ের মোবারকপুরে মুসলিমদের সেহরির জন্য নিজের আরামের ঘুুম বিষর্যন দিয়ে, রাতপ ঘরে ঘরে গিয়ে জাগায় এক হিন্দু পরিবার।
অনলাইনে ভাইরাল হওয়া একটি মেসেজ তোলপার তুলেছে।কথাটি শুনতে ভালোই লাগে কিন্তু সত্যতা কতটুকু জাচাই করতে একটি ইনভেসটওগেশন টিম তাদের বাড়ি যান।।ইনভেসটিগেশনে যানাযায় মোবারকপুরে কওরিয়া নামক গ্রামে এক পরিবার রয়েছে যারা প্রতি বছর পবিত্র রমযান মাসে মুসলমানদের রোযা রাখার জন্য সহরি খাবার সময়ে জাগাতে থাকেন। রাত একটা থেকে তিনি তার এই মহত কাজটি শুরু করেন।
যিনি এমন নেক কাজটি করেন তার নাম “গোলাপ ইয়াদো” পৃরতিটি ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে উঠো উঠো সেহরির সময় হয়েছে হিন্দি ভাষায় এমন শব্দ করে কারো দরজায় আবার কারো জানালা আওয়াজ করেন গোলাপ ইয়াদো। এক হাতে লাঠি অন্য হাতে টর্চ নিয়ে রাত একটা থেকে তার এই কার্য সম্পাদনা করতে থাকেন। তার সঙ্গে তার ছেলে আভিসেক ও রোযাদারদের সেহরির জন্য জাগতে সাহায্যকরেন।
গোলাপ ইয়াদোকে কেনো এই কাজটি তিনি করেন রাতের ঘুম নস্ট করে তখন তিনি বলেন ১৯৭৫ সালে আমার বাবা এই মহত কাজটি শুরু করেন, বাবা মারা যাবার পর বড় ভাই বিক্রম ইয়াদো কাজটি করতেন, বড় ভাই বন্ধ করে দিলে আমি কাজটি করতে থাকি। আমি মনে করিনা আমার ঘুম নষ্ট হচ্ছে, পুন্যের আশায় কাজটি করি করি এতে আমি আত্নতৃপ্তি পাই। গোলাপ ইয়াদো তিনি চান তার বাবার শুরু করা এই মহত কাজটি যেনো যারি থাকে।
এলাকাবাসী গোলাপ ইয়াদোর এই মহৎ কাজের জন্য তার প্রতি কৃতগ্নতা প্কাষ করেন এবং এটা হিন্দু মুসলিম ভেদাভেদ ভেম্গে ভাতৃত্ববোধের একটি উপমা বলেও যানান।
এস,কে হোসাইন
Leave a Reply