কুমিল্লা জেলার, নাঙ্গলকেট থানার, ঢালুয়া বাজারের স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক জনাব বাবুল ডাক্তারের জ্যেষ্ঠ সন্তান,অত্যন্ত নম্র ভদ্র,বিনয়,ব্যাক্তি, সকলের
দিলন সালেহ অদ্য বেলা ১.০০ঘটিকায়, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাাল করেন ,
ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না-লিল্লাহ হি রাজিউন।
মৃর্তুকালে তাঁর বয়স ছিল ৪৫বছর,(অনুমানিক)।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি,
এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা গ্যাপন করছি। এলাকাবাসী এমন নম্র, ভদ্র মাানুষটির অকাল মৃর্তুতে বেদনার্ত।
মরহুমের জানাযা আজ রাত 8.30pm বা বাদ এশা ঢালুয়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে।
এতে সকল ধর্মপ্রাণ মুসলমান মরহুমের জানাজায় উপস্থিতি কাম্য।
Leave a Reply