কুমিল্লা জেলার, নাঙ্গলকোট এর ঢালুয়া ইউনিয়ন অন্তরগত,
মকিমপুর পন্ডিত বাড়ী নিবাসী গোলাম কাদেের পন্ডিত সাহেবের নাতি, জনাব: শেখ সাইদুর রহমান (খোকন) আজ রাত ১২ টা ২০ মিনিট এর সময়, চ্রটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। আমরা মরহুমের রুহে মাগফেরাত কামনা করছি। তাঁর শোকার্ত পরিবারের বারতি সমবেদনাা জানাচ্ছিি। আআল্লা যেনো তাদের ধৈর্য ধারন করাার তৌফিক দেেন।
মৃর্তুকালে তাঁর বয়স ছিল ৪৩ বছর। তার পরিবারে ২জন অবুজ কন্যা সন্তান ও স্ত্রীকে রেখে যান। গত কদিন পুর্বে তিনি আকষ্মিক ভাবে ব্রেনশ্টোক করেন, পরে তাকে চট্রগ্রাম মিডিকেল কলেজ হাসপালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়, চিকিৎসা চলাকালিন অবস্হায়-ই ইন্তেকাল করেন।
শোকার্ত পরিবারকে সান্তনা দেবার ভাষা আমাদের নেই। এতো সল্পপরিশরে সকলকে ছেড়ে চলে যাবার বিষয়টা আসলেই মেনে নেবার মতো নয়। এলাকার গুনগ্রাহিদের এমনই উক্তি। তবুও চীর সত্য মৃর্তুকে যে মেনে নিতেই হয়।
Leave a Reply