এস,কে হোসাইনঃ কুমিল্লা জেলার, নাঙ্গলকোট থানার ঢালুয়া ইউনিয়নের, মকিমপুর গ্রামের(পন্ডিত বাড়ির) জনাব মৃত গোলাম কাদের পন্ডিত সাহেবের ভাতিজা, জনাব আব্দুর রেজ্জাক আদ্য রাত ১১ টার সময়, ঢাকা একটি হাসপাতালে ইন্তকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাা ইলাইহে রাজেউন।মরহুমের জানাজার নামাজ আগামিকল্য সকাল ১১ ঘটিকায় উনার পারিবারিক কবরস্হানে অনুষ্ঠিত হইবে।।মৃর্তুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর, তিনি ৩ জন পুত্র, তিন কন্যা ও সহধর্মিনিকে রেখেযাম।
আর তাঁর ভালোবাসার ও পরিবারের অসংখ্য গুনরাহি রেখে যান।
তার মর্তুতে তারা সকলেই শোকাহত।
শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা রইলো। এবং মৃতের রুহের মাগফেরাত কামনা করছি।
যানাযায় তিনি কদিন পুর্বে স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।
Leave a Reply