শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের হাতে তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা যা বললেন জাহেদ উর রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান ভালোবেসে বিয়ে অত:পর চীর বিদায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেন বিচারক গোলাম মর্তুজা, কেএই দুঃষাহশি ব্যক্তি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ বাহরাইন প্রবাসী সাংবাদিক শাহিন শিকদার ইন্তেকাল করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন ব্যবস্থা আফগানিস্হানে ভূমিকম্পে চাপাপরা ণারীদের উদ্ধার করছেন না উদ্ধারকর্মিরা রাজবাড়ীতে নুরু পাগলার মাজারে হামলা, লাশতুলে পুড়িয়ে ফেলে জনতা

আয়না ঘর থেকে অক্ষত গামছা যা ৮ বছরেও নতুন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

একটি গামছা ৮ বছর কীভাবে টি-কে তা নিয়ে অনেকর মাঝে কৌতুহল, কেউ আবার আয়না ঘরে জীবনের হাসি আনন্দ, আর মুল্যবান সময় হারিয়ে যখন তারা ব্যথিত, কেউ কেউ আবার মজার ছলো গামছা নিয়েও মেতে উঠেছেন।  তার উত্তরটা আমরা আয়না ঘরে থেকে ফিরে আশা অনেকের মতো মাই-কেল চাক-মার বর্ননায় তওনি বুঝিয়ে দিয়েছেন।

মাইকেল চাকমা ও এই আয়না ঘরের শিকার। উনিও ৪ বছর আয়নাঘরে অতিবাহিত করেছিলেন।

আয়না ঘরের লোমহর্ষক বর্ননার মাঝে এখানে শুধু একটি গামছা আট বছর কি করে টিকে রইলো তার কেবল কিছু বর্ননায় আলোকপাত করছি। তিনি বলেন সেখানে দিনে ১০-২০ মিনিট সময় দেয়া হতো বাথরুমে যাওয়ার জন্য। এই সময়ের মধ্যেই আপনাকে বাথরুম ইউজ করতে হবে, গোসল বা ওজু করতে হবে।

মাই-কেল চাক-মা বলতেছেন, বেশিরভাগ সময়ই ঐ ২০ মিনিটও দেওয়া হতো না। বাথরুমের দরজা খুলে টেনে হিঁ-চ-ড়ে নিয়ে আসা হতো।

এক হাতে হাতকড়া বাঁ-/ধা থাকতো বাথরুমের মধ্যেও।

এখন বলেন? আপনাকে ১০ মিনিট টাইম দিলে আপনি ফ্রেশ হবেন নাকি গোসল করবেন?

আপনারা এখনও বুঝতেছেন না, আয়নাঘর মানে কী? ভাবতেছেন আব্দু-ল্লা-হিল আমান আযমী বা মাই-কেল চাক-মা-রা দিনে তিনবার গোসল করতো আর ৫ বার ওজু করে গামছাতে মুছতো?উনারা ওখানে পিকনিকের মুডে ছিলো?

বরং যেদিন ঐ ১০ মিনিটের বেশি সময় পেতেন ঐদিন হয়তো গোসল করতে পারতেন।

তাদের প্এরতিটি মুহুর্রত কেটেছে ক্রছফায়ার আতংকে। কিসের খাওয়া কিসপর নাওয়া। এর মানে হলো, আট বছরের জীবনে উনারা গোসল করতে পেরেছেন খুব কম সময়ই। আর যখন হোছল নেই নাওয়া নেই গামছা নষ্ট হবে কি করে।

এরপরও যারা গামছা নিয়ে মজা নিতেছেন, এই মানুষগুলোকে নিয়ে হাসি মজা করতেছেন। তা হতে বওরত থাকএব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD