শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের হাতে তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা যা বললেন জাহেদ উর রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান ভালোবেসে বিয়ে অত:পর চীর বিদায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেন বিচারক গোলাম মর্তুজা, কেএই দুঃষাহশি ব্যক্তি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ বাহরাইন প্রবাসী সাংবাদিক শাহিন শিকদার ইন্তেকাল করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন ব্যবস্থা আফগানিস্হানে ভূমিকম্পে চাপাপরা ণারীদের উদ্ধার করছেন না উদ্ধারকর্মিরা রাজবাড়ীতে নুরু পাগলার মাজারে হামলা, লাশতুলে পুড়িয়ে ফেলে জনতা

আরব দেশ বাহরাইন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাহরাইন সংবাদ দাতা:

দুই ঋতুর দেশ বাহরাইন। যদিও শীতের শেষে গৃষ্মের আগমন ঘটেছে  বেশ কিছুদিন আগেই। তথাপিও বৃষ্টির রবকতে এতদিন গরমের প্রখরতা দেখতে মিলেনি, জলবায়ুর পরিবর্তনের ফলে।  আজ কদিন যাবৎ ভালই তাপ পরছে, ৪২-৪৫ ডিগ্রি প্রায়। কদিন পর বাহিরে কর্মরত শ্রমিকদের শুরক্ষার জন্য দুপুরে কাজ নাকরতে, ভোর ৫ টা থেকে দুপুর ১ টা অবদি কাজ করার ঘোষনা আসবে।

কথায় আছে আরব দেশ মরুভুমির দেশ। যেখানে রয়েছে সর্ব বৃহত মরুভুমি শাহারা মরুভুমি। সুর্যের কিরনে যেথায় চকচক করে বালিকনা গুলো। গরমের কঠোরতায় যেখানে বাহিরে বেরোনোর সময় আরববাসীগন নিজেদের মুখ রুমাল দিয়ে ঢেকে রাখে। বর্তমানে বৈগ্যানিক প্রযুক্তির উন্নতির কল্যানে প্রতিটি গৃহের প্রতিটি কক্ষে এ্যায়ার কন্ডিশন লাগিয়েই সুখি জীবন চলাচ্ছে আরববাসী।

মরুভুমির পশু দুম্বা, আর ঊট যাকে আমরা মরুভুমির জাহাজ বলি। এখানকার প্রখরতাকে টেক্কাদিয়ে নিজের জীবন বাঁচাতে মরুভুমীর কাঁটাযুক্ত বৃক্ষের পাতা আর সুক্ন খরকুটা খেয়ে থাকে। সিমীত পরিমানে পানি পান করে ওরা। এখানে খোরমা খেজুরের বাগান রয়েছে বৃহত এলাকাজুড়ে।

মরুভুমিতে কখনো কখনো খরগোশের মতো ছোট্র আকৃতির একটা প্রানি দেখা যায়, গুই সাপের আদলে চতুষ্পদি একটা সরিস্রিব প্রানি যার নাম সান্ডা তাকেও দেখা যায়। কখনোবা বিষাক্ত ধুশর বর্নের সাপ ও মিলে। আরো মিলে পাতা লতা বিহীন আলুর আকৃতির একটি সবজি যা ফেগা নামে পরিচিত, এটা কেবল কিছু কিছু এলাকায় পাওয়া যায়।

তবে বাহরাইন তথা আরব গাল্ফ এর মত শান্তিপুর্ন দেশ কোথাও নেই। এখানে নেই চুরি – ছিনতাই এর মত আতন্ক। নেই ইভটিজিং আর ধর্ষনের মত নোংরামি। আরবদেশের মধ্যে বাহরাইনে-ই প্রবাসীদের জন্য রয়েছে বসবাসের জন্য অধীকতর সহযোগিতা।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD