এস কে হোসাইন: শনিবার দক্ষিনান্চল ছেড়ে এবার মধ্য ইজরাইলে রকেট হামলা চালালো বাধীনতা কামি হামাস।

গেলো দু সপ্তাহের সংঘাতে, দখলদার ইজরালি বাহিনির আক্রমনে ফিলিস্তিনের নিরিহ নারি, শিশু ও আস্রয়হীন সাধারন নিরস্ত্র মানুষগুলো আস্রয়কেন্দ্রে অবস্হান করার পরও ইহুদিদের বর্বর হামলার ষ্বীকার হন তারা। প্রান যায় পাঁচ সতাধীক নারী, শিশু ও আস্রহীন সাধারন মানুষের।
এর পর ফুসে উঠে মুসলিম বিশ্ব,মধ্যপ্রাচ্যের দেশগুলোো ইজরাইলি আগ্রাসন বন্ধের জোর প্রচেস্ঠা চালিয়েও যুদ্ধ বিরতি করাতে সক্ষম হয়নি। অক্রমন অব্যাহত রেখেছে দখলদার ইজরাইলি বাহিনি।
এদিকে গতকাল শনিবার ২১ অক্টোবর দক্ষিনান্চল ছেড়ে ইজরাইলের মধ্য শহরে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা কামি হামাস।

ইজরাইলের আঠারোটি অন্চলে রেড এলার্ট জারি করা হয়েছে বলে যানাযায়।
হামাস বাহিনি ইজরাইলের রাজধানি তেলআবিব সহ, লাগোব, বাটিয়াম, আসনদ সহরে ও উপর্যুপরি রকেট হামলা চালায় ফলিস্তিনি স্বসশ্ত্র যোদ্ধারা।
এছাড়াও শনিবার ইজরাইলের লেবানন সিমান্ত হতে বোমা বর্ষন করেছে লেবাননের শক্তিশালি স্বসশ্ত্র বাহীনি হিজবুল্লা। এতে ইজরাইল জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। এই হামলায় এখননপর্যন্ত হতাহতের সংক্ষা নিশ্চিত করা যায়নি।
এই আতংকের ফলে রাজধানি তেলআবিব, লাগোব, বাটইয়াম, আসনদ সহর, হানাগিত এর খালিস অন্চলের আসদিদ এর উত্তর এর শিল্পান্চল, আলেফ, বেথ, তালেত, দক্ষিন সেফালার কাফর, হানাগিত অন্চলে রেড এলাড জারি করা হয়েছে। শরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্হানে এই সকল এলাকার বাসিন্দাদদের।
গত শুক্রবার ইজরাইলের প্রতিরক্ষামন্ত্রি ইয়খগেলন্ড আইডিএভের এক সমাবেশে তিনি চলমান অভিযানের সম্প্রশারন ঘটলে ক্রমনের পাল্টা জবাবের জন্য তার পর্যাপ্ত বাহিনি প্রস্তুত রয়েছে কিনা তা নিশ্চিত করেন। গেলন্ড এসময় কমান্ডার ও বিভিন্ন সেনাপ্রধানদের সঙ্গে দেখা করেছেন।

ইজরাইলের আসন্ন স্হল অভিযানকে কেন্দ্র করে গাজার সিমান্তে দশ হাজার সেনা মজুদ করা হয়েছে।
গেলন্ড যখন নিজ সেনাদের সঙ্গে আলাপ করছিলেন সে সময় গাজার উপকুলিয় সহর আসকিলনে হামলা চালানো হচ্ছিলো বলে জানিয়েছেন ইজরাইল কর্তিপক্ষ।

এসময় একটি রকেট সরাসরি একটি ভবনে এসে পরে, এবং অনেক গুলো গাড়ি ও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ারসাভিস।

টানা দু-সপ্তাহ পেড়িয়ে শোলতম দিনে গড়িয়েছে ইজরাইল, ফিলিস্তিনের যুদ্ধ।
এতদিনের সংঘাতে হতাহতের সংক্ষা যানা নাগেলেও এবার তা জানিয়েছে ইজরাইল।
আল-জাজিরার একটি প্রতিবেদনে এসেছে ইজরাইল তাদের সেনাবাহিনি যানিয়েছে যুদ্ধে প্রায় চোদ্দশত পাঁচ ১৪০৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩০৭ সেনা ও ৫৭ জন পুলিশ কর্মকর্তা রয়েছে।
এছারা যুদ্ধে ২১০জন সেনা ও বেসামরিক সদস্য হামাসের হাতে বন্দি রয়েছে। এছারা এখনো নিখোজ রয়েছে অন্তত ১০০ জন ইজরাইলি নাগরিক।
Leave a Reply