নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লা নাঙ্গলকোট থানার ঢালুয়া ইউনিয়নের, মকিমপুর গ্রামের এক প্রবাসীর ঘরে গিয়ে তার স্ত্রী ও কন্নাকে মারধর করার চেস্টা করে ও অকথ্য ভাষায় গালাগাল করে।
জানাযায় মকিমপুর গ্রামের মো:সখাওয়াত হোসেন বাবু, বাহরাইন প্রবাসী। পিতা ড:শেখ মতিউর রহমান। তার ঘরের পাশে একটি বৈদ্যুতিক খুটিকে কেন্দ্র করে বহুদিন ধরে বিরোধ চলছিলো। খুঁটিটি সরাতে বাড়ির মো:আলম ও আরো কয়েকজন খুটি সরানোর কথা বলে, কেন সরাতে হবে তা জানতে চাইলে রাস্তার প্রসস্হতা বৃদ্ধির জন্য সরাতে হবে একথা তারা জানায়। জনাব সাখাওয়াত বলেন আমি রাস্তার জন্য ২-৩ ফুট যায়গা রেখেই ঘর করেছি। বর্তমানে রাস্তার যায়গা ৫-৬ ফিট রয়েছে। তার পরেও আপনারা আরো যায়গা চাচ্ছেন কেন।
অত:পর জেঠাতো ভাই সালেহ আহমদ ও আশিকুর রহমান ও তাদেরকে বিষয়টি অবগত করলে তারা আলম কে একই কথা বলেন। এবং বাড়ির যায়গা আমিন এনে মাপঝোপ করে দেখতে বলেন।
এমতাবস্বাহায় গত কিছুদিন পুর্বে সাখাওয়াত হোসেন মো:আলম কে মোবাইলে ভয়েস দিয়ে খুঁটি না সরাতে অনুরোধ করে।
এবং সে বলে যে আমার বিল্ডিংটি ব্রিকের উপরে ছাদ ঢালাই করা হয়েছে। ছাদটি অতিরিক্ত পুরু, ছাদ পানি লিক করার কারনে দুই বার ছাদ ঢালাই করা হয়েছে। বর্তমানে বিল্ডিং টি ঝুকি পুর্ণ হয়ে আছে, বিল্ডিং এর পুর্ব দেয়াল ও একটি পিলার ফেটে আছে বহুদিন ধরে। এবং পশ্চিম পার্ষের দেয়ালে ফাটল ধরেছে। তাই আমি বিল্ডিং এর পষ্চিম পাশের দেয়ালের গোরায় মাটি ও সহযোগি দেয়াল দিয়েছি, আপনারা দয়াকরে বৈদ্যুতিক পিলার সরানোর কোনো পদক্ষেপ নিবেন না।
এসকল ভয়েস কে কেন্দ্র করে বাড়ির আবুল কালামের স্ত্রী ও আলমের স্ত্রী গত ২রা জুলাই বিকেল অনুমানিক ৫-৬ টার দিকে সাখাওয়াদের ঘরে যায় এবং বাকবিতন্ডা করে ও অকথ্য ভাষায় প্রবাসীর স্ত্রী ও কন্নাকে গালাগাল করে। এর কিছুক্ষন পর মো:আলম চড়াও হয়ে ধেয়ে আসে এবং তাদেরকে মারধর করতে যায়, সাখাওয়াতের স্ত্রী ও কন্ন্যা নিজেকে বাঁচাতে ভয়ে দৌড়ে ঘরের ভেতরে প্রবেষ করে দরজা বন্ধ করে দেয়। সেসময় আলম তাদেরকে বাহিরে থেকে চেঁচিয়ে গালাগাল করতে থাকে ও মারার হুমকি দিতে থাকে।
অতঃপর মো:আলম প্রবাসী সাখাওয়াত হোসেনকে ইমোতে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে এবং তাকে ও তার স্ত্রীকে জীবন নাশের হুমকি দেয়।
প্রবাসী সাখাওয়াত হোসেন আরে জানায় আমি আমার তিন কন্না, স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে খুব আতংকিত হয়ে আছি, তাদের নিরাপত্তাহিনতায় ভুগছি। তার স্ত্রী ও কন্নারা ও অনুরুপ ভাবে আতংকিত।
তাদের নিরাপত্তার জন্য নাঙ্গলকোট থানায় একটি সাধারন ডায়েরি করা হয় যার নং- জি-ডি নং-৭৬, তারিখ ২-৭-২০২৫।
Leave a Reply