এস,কে হোসাইনঃ কুমিল্লার নাঙ্গলকোট থানায় মৌকরা ইউনিয়নের, কালেম গ্রমের- মজিবুল হকের চার কন্যা একই সঙ্গে নিখোজ। গত বৃহস্পতিবার এমন একটি মমান্তিক ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে ভিকটিমে পরিবারে গিয়ে হারিয়ে যাওয়া মেয়েদের পিতার সঙ্গে ইন্টারভিউর সময় তিনি কান্নাভরা কন্ঠে বলতে থাকেন আজ চারদিন হলো আমার চারটি মেয়ে সন্তান নিখোজ। তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছিনা। আমার কোনো ছেলে সন্তান নেই যে, একটু এদিক সেদিক খোঁজাখোজি করবে।
আমি বৃহস্পতিবার এদিক সেদিক আত্নিয়সজনদের ও তাদের সহপাঠিদের বারিতে খোজনিয়ে কোনো সন্ধান না পেয়ে শুক্রবার নাঙ্গলকোট থানায় মিসিং ডায়েরি করি।
এদিকে আমি একজন দরিদ্র ও অসুস্হ মানুষ। কি করবো তা ভেবে পাচ্ছিনা। একই সঙ্গে ৪টি সন্তান হারিয়ে অঝরে কাঁদতে থাকেন বাবা। তার কানায় যেনো চারপাশ ভারি হয়ে আসছিলো।
তার কোনো সত্রু আছেকিনা জানতে চাইলে তিন বলেন আমার কোনো সত্রু নেই, আমার মেয়েরা কখনো ঘরের বাহিরে যায়না, পাঁচ ওয়াক্ত নামায আদায় করে তারা। তাহাজ্জত আদায় করে। কি হলো তা আমি কিছুই বুঝতে পারছিনা।
গত বৃহস্পতিবার সকাল ১০টার সময় এক সঙ্গে মাদরাসায় যাচ্ছিলো তারা চার বোন। ছোট্রমেয়েটি নারুয়া কেজি কুলে পরে, খোজ নিয়ে দেখাযায় ছোট মেয়েটিকে ২ ক্লাস করার পর স্কুলথেকে নিয়ে যাওয়া হয়। আর বাকি তিনজন মাদরাসায় উপস্হিত ই হয়নি বলে শিক্ষকদের দাবি।
আত্নিয় সনদের সকলকে যানানো হয় কিন্তু কেউই কোন খোজ দিতে পারছেন না।
দরীদ্র এই বাবা কোনো মতে কোরান খতম বা লাশ ধোয়ার কাজ করে সংসার চালাতেন। তার আর্থিক বা লোকবল কোনটাই নেই। এমন অবস্হায় প্রশাসনের উপর ভরসা রেখে, তাদের
সহযোগিতা কামনা করছেন তিনি।
Leave a Reply