কুমিল্লা নাঙ্গলকোট থানার মৌকরা ইউনিয়নের গোমকোট বাজার রেলক্রসিং এ অনুমানিক সন্ধা ছয় টার দিকে কাটা পরে এক অগ্যাত ব্যাক্তি মৃর্তু বরন করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মৃত ব্যাক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনাস্হলে পরিদর্শনে গেলে যানাযায় এই ব্যাক্তি অন্য এলাকার হতে পারে বলে এলাকানাসী যানান।
খেটেখাওয়া মানুষগুলো জিবিকার তাগিদে এক জেলা হতে অন্যজেলা এসে নিজেদের পরিবারের চাহিদা মেটান। কখনোবা ভাগ্যাের নির্মম পরিহাশে তাদের হতেহয় লাশ। এমনটিই ঘটেছে এই মানুষটির বেলায়
কোথায় তার পরিবার, কোথায় মা-বাবা, স্ত্রী- সন্তান? যাদের জীবন বাঁচাতে নিজের জীবন দিলো। তারাকি আদৌ জযানেন তাদের বাবা/স্বামী ট্রেনে কাটা পরেছে?
কি মমান্তিক!
ঘটনাটি ঘটে সন্ধা ছয়টার দিকে। ঢাকা চট্রগ্রামের ২ টি ট্রেন একই সঙ্গে পাশাপাশি ক্রস করার সময় লোকটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পরেগেলে কাটা পরেন।
এলাকাবাসী নাঙ্গলকোট থানায় খবর দিলে থানা থেকে ময়না তদন্তে পুলিশ উপস্থিত হন।
Leave a Reply