ফাঁসিরকাষ্ঠে ঝুলন্ত এক মহান ব্যক্তি আদনান মেন্ডারিস।তুরস্কের লাগাতার তিনবারের প্রধানমন্ত্রী… ১৯৫০—১৯৬০ সাল পর্যন্ত তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি।
কিন্তু কোন অপরাধে তাঁকে ফাঁসি দেওয়া হয়েছিল?
তার অপরাধ তিনি তুরস্কে আরবিতে আযান দেওয়া বৈধ বলে ডিক্রি জারি করেছিলেন তিনি যা কামাল আতাতুর্ক কর্তৃক সাংবিধানিকভাবে নিষিদ্ধ ছিল। আর এতেই সেদেশের ধর্মনিরপেক্ষ সামরীকবাহিনি সংবিধান লঙ্ঘনের অপরাধে এই মহান ব্যক্তিকে ১৯৬১ সালের ১৭’ই সেপ্টেম্বর এভাবেই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলো। কিন্ত তার পরওকি থামিয়ে রাখতে সক্ষম হয়েছিলো তারা? বরওচ আজ বিস্তৃত হয়েছে তুরস্কের ইসলামিক বিপ্লব। ৮৫বছর পরও ধর্মভিরু মুসলিম সম্প্রদায় ছিনিয়ে নিয়েছেন “আয়া সুফিয়া” নামক মসজিদটি, যা যাদুঘড়ে পরিনত করে রেখেছিলো তুরস্কে কামাল আতাতুর্ক। অবশেষে প্রানপ্রিয় মসজিদ আয়াসুফিয়া পুনরায় মুসলিমদের মসজিদ হিসেবে কোর্টথেকে ফিরে পয়েছেন তুরস্কের জনগন। সেখানে হচ্ছে প্রকাশ্যে উচ্চস্বরে আরবিতে আযান। সমগ্র তুরস্কেই আরবীতে আযান হচ্ছে। কোনো বাধা নেই। ইসলাম আজ তুরস্কে মাথা উচু করে প্রতিস্ঠিত। তুরস্কই আজ মধ্যপ্রাচ্যসহ অধিকাংশ মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে।
Leave a Reply