এস,কে, হোসাইন: ইহুদিদের পবিত্র গ্রন্থ “তাওরাত” ও খৃষ্ঠানদের পবিত্র ধর্গ্রমন্হ বাইবেল পোড়ানোর অনুমতি পেলেন “আহমেদ আলোশ” নামের এক মুসলিম যুবক।
মুসলিম সপ্রদায়ের কলিজার স্পন্দন, তাদের ধর্মগ্রন্থ পবিত্র আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে আহমেদ আলোশ নামের এক যুবক সুইডেনের পুলিশের নিকট আবেদন পত্র দাখিল করেন।
অতঃপর তার পক্ষে অনুমতি পাশ হয় গত শনিবার। কিন্তু তিনি করলেন তাদের বীপরিত। আহমেদ আলোশ ধর্মগ্রন্হ দুটি না পুড়িয়ে তিনি দিলেন সান্তির বার্তা।

গত২৮জুন সুইডেনের একটি মসজিদের সামনে একজন সুইডেন পুলিশের অনুৃতি সাপেক্ষে মুসলিম সম্প্রায়ের পবিত্র গ্রন্হ আল-কোরান সারওয়ান নামের এক ইরাকের অধিবাসি জনসমুখে এসে আল-কুরআন পোড়ায়। আর তখন হলে তাকে সুইডেব পুলিশ নিরাপত্তা দেন।


তারই প্রতিবাদ সরুপ আহমেদ আলোশ নামের এই যুবক ইহুদিদের পবিত্র গ্রন্থ তাওরাত ও খৃষ্ঠানদদের পবিত্র ধর্মগ্রন্হ বাইবেল পোড়ানোর অনুমতি চান সুইডেন পুলিশের নিকট।
অনুমতি পেলে তিনি সুইডেনে অবস্হানরত ইজরাইল দুতাবাসের সম্মুখে এই দুটি ধর্ম গ্রন্হ পোড়ানোর আয়োজন করা সত্তেও, সেখানে এসে তিনি দিয়েছেন সান্তির বার্তা।
আলোশ যানান ইসলাম ধম একটি সান্তির ধর্ম, কোনো ধমগ্রন্থকে অবমাননা করার অণুমতি ইসলাম দেয়না। মুসলিম সম্প্রদায় কোনো ধর্মগ্রন্হকে অপনান করেনা। তারা সকলকে ইসলামের শান্তির ষুশিতল ছায়াতলে আসার আহব্বান করে থাকে।
পবিত্র ঈদের দিনে সুলিমদের মহাগ্রন্হ আল-কোরান পোড়ানো হয়েছিলো। এৃন নিন্দনিয় কাজের ে্রে্রবাসে মিসলিম বিশ্বে খোব ছড়িয়ে পড়ে।

ইরানের প্রসিডেন্ট তেহরানে অবস্হীত সুইডেন চার্চ রধানকে তলব করে এর নিন্দা যানান।
Leave a Reply