কুমিল্লা – নাঙ্গলকোট থানার, জোড্ডা ইউনিয়নের চাটাংবাড়ির আলি আর্শাদ, নিজ বড় ছেলের স্ত্রীর গোপনাঙ্গে শুকনো গাছের টুকরো দিয়ে আঘাত করেন।
যানাযায় ঘরোয়া বিসয় নিয়ে বাঁক-বিতন্ডার কারনে এমন আপত্যিকর ঘটনাটি ঘটে।
ফেসবুকে পোস্ট করা এক ভিডিও চিত্রে দেখাযায় আলি আর্শদ বাড়ির দিকে প্রবেশ করছিলেন, এমতাবস্হায় তার বড়ছেলে সিরাজুল ইসলামের স্ত্রী মুন্নি আক্তারের সঙ্গে ঘরোয়া বিষয় নিয়ে কিছু কথা হতে না হতেই একটি সুকনো গাছ হাতে নিয়ে ভিশন ভাবে পুত্রবধুর গোপনাঙ্গে আঘাত করে। সে সময় আমি মরে গেছি মরে গেছি বলে পুত্রবধুর মুন্নি আক্তার চিৎকার করতে থাকেন, সেসময় মায়ের চিৎকারের সাথে শিশু সন্তানরাও কান্না করতে থাকে।
পাশন্ড শশুর ভ্রুক্ষেপ না করে নিজ কাজে চলে যায়।
এমন ঘৃনিত কাজের জন্য তাকে সাস্তি দেয়া উচিৎ বলেও এলাকাবাসীর দাবি। এলাকাবাসী আরো বলেন ঘরোয়া ব্যাপারে কথাকাটাকাটি হতেই পারে কিন্তু শশুর হয়ে পুত্রবধুকে এমন ঘৃনিত আত্যাচার করবে এটা সাস্তি পাওয়ার যোগ্য।
Leave a Reply