শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের হাতে তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা যা বললেন জাহেদ উর রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান ভালোবেসে বিয়ে অত:পর চীর বিদায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেন বিচারক গোলাম মর্তুজা, কেএই দুঃষাহশি ব্যক্তি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ বাহরাইন প্রবাসী সাংবাদিক শাহিন শিকদার ইন্তেকাল করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন ব্যবস্থা আফগানিস্হানে ভূমিকম্পে চাপাপরা ণারীদের উদ্ধার করছেন না উদ্ধারকর্মিরা রাজবাড়ীতে নুরু পাগলার মাজারে হামলা, লাশতুলে পুড়িয়ে ফেলে জনতা

গাজায় হাসপাতালে আস্রয়কৃত নিরিহ ফিলিস্তিনওদের উপর ইসরাইলের হামলা নিহত পাঁচ শতাধীক।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৭১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিউজ ইনডিপেনডেন্ট২৪:

গাজায় ইসরাইলি ভয়াবহ বোমা হামলায় নিহত পাঁচ শতাধিক। গতকাল মদ্ধ রাতে ওই এলাকার আল আহলি হাসপাতালে হামলা চালানো হয়। এতে শোকে স্তব্ধ গোটা বিশ্ব। সাধারণ জনগণের উপর এই নেককার জনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন গোটা বিশ্ব সহ মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান। হামলার প্রতিবাদে পশ্চিম তীরে বিক্ষোভে ফেটে পরে ওই একাকার শত শত মানুষ। ফিরিস্তীনে তিন দিনের শোক প্রকাশ করেসে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইহুদি সম্প্রদায় ইস্রায়েল আর এই বর্বর হামলাকে যুদ্ধ অপরাধ বলে আখ্যা দিয়েসে স্বাধীনতা কামি সম্প্রদায় হামাস।
দখলদার ইস্রাইলি বাহিনীর হামলায় আহত ও গৃহহীন শতশত গাজার বাসিন্দা নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণ গাঁজার আল আহলি আরব হাস্পাতালে।

কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি নিরীহ ফিলিস্তিনিদের। মঙ্গলবার রাতে দখলদার ইসরাইলি বাহিনীর বোমা বিস্ফোরণের কেঁপে উঠে গাজার আল আহলি আরব হাসপাতাল। এই নেককার জনক হামলায় নিভে যায় পাঁচ শতাধিক নারী ও শিশুর প্রাণ।
বিভিন্ন সংবাদ মাদ্ধমে দেখাযায় বোমার আঘাতে বিস্ফোরিত হাসপাতালটি আগুনে জ্বলছে।

চারপাশে সরিয়ে সিঁটিয়ে আছে নারীশিশু সহ শত শত লাশ , ভেসে আসছে আহত মানুষের আত্মচিৎকার।
হামাস নিয়ন্ত্রিত গাজারস্বাস্থ মন্ত্রণালয় জানিয়েছে ইসরাইলি বর্বর হামলায় অন্তত পাঁচশর বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে আর মধ্যে শিশু নারীর সংখ্যা ই বেশি।
ধ্বংস স্তুপের নিচে চাপা পরে আছেন অনেকে। হাসপাতালের বারান্দায় লাশের দীর্ঘ লাইন। অবরুদ্ধ গাজা যেন লাশের নগরী, শোকে স্তব্ধ চারপাশ।

ফিলিস্তিনে তিনদিনের শোক ঘোষণা করে ছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। । খোদ হাসপাতালের এই হত্যাযজ্ঞকে ইসরাইলিদের যুদ্ধ অপরাশ বলেও আখ্যা দাবি করেছেন হামাস । যার কোঠিন বদলা নেবার ঘোষণা দিয়েছেন সংগঠন টি।
তবে গাজার এই হামলাকে অস্বীকার করে উল্টো হামাসকে এই হামলার জন্য দায়ী করছে ইসরাইল।

হাসপাতালে হামলার পর পশ্চিম তীরে বিক্ষোভে ফেটে পরে শত শত মানুষ, বিশ্বজুড়ে নেমে আসে নিন্দার ঝড়। এই ঘটনাকে একুশ শতকের সবচেয়ে জঘন্য মানবতা লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে, তুরস্ক, জর্দান,ইরান, মিশর সহ বিভিন্ন দেশের সরকার প্রধান। গাজায় নজিরবিহীন নৃশংসতা বন্ধের লক্ষে আহ্বান জানিয়েসে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
নিরীহ অস্ত্রহীন ফিলিস্তিনিদের নির্মম হত্যার প্রতিশোধ নেবার হুমকি ও দিয়েসে ফিলিস্তিনের  মিত্র সংগঠন গুলো।

টানা দশ দিনের নারকীয় হামলার মাঝে ইসরাইল সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট যে বাইডেন।
তবে সফরের মধ্যে জর্ডানের সঙ্গে নিদৃষ্ট বৈঠক বাতিল করেছেন দেশটির বাদশা আব্দুল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD