কে এই হলধর নাগ?
ইনি হলেন পশ্চিম ওড়িশার বাসিন্দা কবি হলধর নাগ। যার লেখা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য। তিনি ২০টি মহাকাব্য রচনা করেছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৬ সালে ভারত সরকারের চতূর্থ শ্রেষ্ঠ সম্মানজনক “পদ্মশ্রী” পুরস্কার পেয়েছেন। দিল্লি যাবার পয়সা না থাকায় তিনি রাষ্ট্রপতির কাছে পদ্মশ্রী পুরস্কার ডাক যোগে পাঠিয়ে দেয়ার অনুরোধ করেছিলেন। তাঁর সাহিত্য নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে। অনেকেই তাঁর সাহিত্যে নিয়ে পিএইচডি করছেন। হলধর তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও সাহিত্যসেবীদের কাছে তিনি অনুস্মরণীয় ও অনুকরণীয়।

হলধর নাগ: তাঁর জন্ম (৩১শে মার্চ ১৯৫০) ভারতের বড়গড়, ওড়িশার। একজন সম্গলপুর কবি ও লেখক। তিনি “লোককবি রত্ন” নামে সুপরিচিত। তিনি ২০১৬ সালে ভারত সরকার কর্তৃক ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। তিনি ঘেন নামক স্থানের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার রচিত কাব্যঞ্জলির জন্য সবচেয়ে বেশি পরিচিত, নাগের নির্বাচিত কবিতার ইংরেজি অনুবাদের একটি সংকলন যা ২রা অক্টোবর ২০১৬ তারিখে চালু হয়েছিল। সম্প্রতি তিনি কাব্যঞ্জলিতে তার তৃতীয় খণ্ডের কাজ প্রকাশ করেছেন। ২০১৯ সালে হলধর নাগকে সম্বলপুর বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রি প্রদান করে।সম্প্রতি দীনেশ কুমার মালি তাঁর কবিতা হিন্দিতে অনুবাদ করেছেন। (তাঁর গ্রন্থ হলধর নাগ কা কাব্য-সংসার, হলধর কে লোক-সাহিত্য পার বিমর্ষ এবং রামায়ণ প্রসঙ্গ পর হলধর কা কাব্য আউর যুগিন বিমর্শ)
সংগৃহীত
Leave a Reply