দাগনভূঞা রাজাপুর “মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার” শিক্ষার্থী আবদুল্যাহ আল আরিয়ানকে (৮) মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে মৃর্তু বরন করে।
৮ বসর বয়সি শিশু শিক্ষার্থিকে হত্যা করা হয়েছে বলে মৃতের মা অভিযোগ করেন। এবং কান্না ভরা কন্ঠে সন্তানের খুনের সুস্ঠ তদন্ত সাপেক্ষে খুনির উপযক্ত বিচার দাবি করেন।
আরিয়ানের বাড়ি দাগনভূঞা উপজেলার সিন্ধুরপুর ইউনিয়নের, সত্যপুর গ্রামের রমিজ উদ্দিন ভূঞা বাড়ি। তার বাবার নাম মৃত আব্দুল খালেক।
জানাযায় মৃত খালেক ২৫ সেপ্টেম্বর ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে কুয়েতে মারা যায়। সে থেকে আরিয়ান এতিম হয়ে যায়।
আরিয়ানের মা রেহেনা আক্তার স্বামীর মৃত্যুর পর স্বামীর বাড়িতে তিন ছেলেকে নিয়ে বসবাস করছে। অভাব অনটনের সংসারে তিন ছেলেকে লেখা পড়া করাতে তিনি অক্ষম ছিলেন।
দিনি শিক্ষার লক্ষে সন্তানদের মাদরাসায় শিক্ষা অর্যনের জন্য দিয়েছেন।
আরিয়ান তার ছোট ছেলে। সন্তানের অকাল মৃর্তুতে পাগল প্রায়।
(ফেসবুক হতে সংগৃহিত)
Leave a Reply