আমাদের দেশে একটা কথার প্রচলন রয়েছে, অনেক সময় একে অন্যকে বলে সাপের পা দেখতে পেলে ধনবান হওয়া যায়। অনেক দার্ষনিকগন চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন।

বলাচলে এমন কথার অবশান ঘটলো আজ। দু-পা বিশিষ্ঠ এক সাপের দে খা মিলল মধ্যপ্রাচ্যের একদেশে। ধুসর বর্নের এই সাপটি শরীরের সম্মুখের অংশে রয়েছে দুটিপা, যা দিয়ে সে চলে। এবং শরিরের বাকি অংশ সাপের মতই পেঁচিয়ে এঁকে বেঁকে চলতে দেখাযায়। মরুভুমির মাঝে বসবাস এই সাপের লম্বায় প্রায় পাঁচ ফিট সাপটি দেখতে ভিষন বিশাক্ত বলেই মনে করা হচ্ছে।
Leave a Reply