পাকিস্তাদনের আরো একটি দুঃখ্য জনক সংবাদ, গতকাল পাকিস্তান থেকে সারজা গামি একটি ইমারত এয়ারলাইন্সের একটি বোইঃ সারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিদ্ধস্ত হয়েছে বলে যানাযায়।
আরো যানাযায় সারজা গামি এই বোয়িংটি বিমান বন্দরে অবতরনের সময় সম্পুর্নরুপে চাকা নাখোলার কারনে বিদ্ধস্ত হয়। 
বিমানটি সর্বমোট ১৭৪জন যাত্রী নিয়ে সারজা অভিমুখে রওয়ানা করেছিলো।
দুঃখ্যজনক হলেও সত্য যে সেখানে কোনো যাত্রী জীবন নিয়ে বেঁচে আসতে সক্ষম হননি।
তাদের মধ্যে ২১জন ভ্রমনকারী খাইবার প্রদেশের ছিলেন এবং বাকি সকল ভরমনকারী পান্জাব প্রদেশের ছিলেন।
সঠিক তথ্য উদঘাটনের জন্য অনুসন্ধান করা হচ্ছে।
Leave a Reply