ইউসুফ বিন আহমেদ কানু গ্রুপের চেয়ারম্যান খালিদ মোহাম্মদ কানু গতকাল মৃর্তুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। ২৯ সে অগাষ্ট ২০২৫ রোজ শুক্রবার তিনি নশ্বর পৃথওবি ছেড়ে চলেযান।মৃর্তুকালে তার বয়ষ ছিলো ৮৪ বছর।
বাহরাইন অন্যতম বিশিষ্ট অর্থনৈতিক ও সামাজিক একজন ব্যক্তিত্বকে হারালো।
১৯৪১ সালে জন্মগ্রহণকারী খালিদ কানু বাহরাইনের আধুনিক অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার নেতৃত্বে।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত কানু গ্রুপ বাহরাইন এবং মধ্যপ্রাচ্য জুড়ে তার প্রভাব বিস্তার করে, এই অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় পারিবারিক ব্যবসায়ে পরিণত হয়। কানু গ্রুপের সফলতার পিছনে এই মানুষটি অবদান ছিলো অতুলনীয়।
আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করুক আমিন
ক্রেডিট
Leave a Reply