বাহরাইন ওয়ার্কস মিনিস্ট্রি জানিয়েছে আল ফাতেহ হাইওয়ের উন্নতির জন্য টারফা বিন আল আবেদ এভিনিউ এবং শেখ ডুয়াইজ এভিনিউ এর মধ্যে দক্ষিণগামী যান চলাচলের জন্য হাইওয়েটি সম্পূর্ণ বন্ধ করা প্রয়োজন।
ট্রাফিক চলাচল এক্সিভিষন অ্যাভিনিউর প্রতি সরানো হবে।
এই যানবাজন চলাচল ৭ রাত্রির জন্য বন্ধ থাকবে বলে যানান।
আগামি রবিবার রাত ১ টা থেকে ভোর ৫ টা পযন্ত কার্কর থাকবে। কেবল মাত্র সাপ্তাহিক ছুটির দিনগুলো ব্যাতীত।
Leave a Reply