বাহরাইন প্রাথমিকভাবে চীনা সিনোফর্ম ভ্যাকসিনের মাধ্যমে টিকা দেওয়া ব্যক্তিদের জন্য কোভিড-১৯ এর বুস্টার শট হিসাবে ফাইজার / বায়োএনটেক ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।
একজন সরকারি প্রতিনিধি জানিয়েছেন। যে সকল ব্যক্তিরা প্রাথমিকভাবে সিনোফর্ম ভ্যাকসিন গ্রহ ন করেছে, তারা কোন ভ্যাকসিন গ্রহণ করেছিলেন তা বিবেচনা না করেই তারা ফাইজার / বায়োএনটেক বা সিনোফর্ম ভ্যাকসিনের একটি বুস্টার ডোজ নিতে পারবেন।
তবে সরকার কোন বুস্টার শট বেছে নেওয়ার প্রস্তাব দিচ্ছে না বলেও জানানো হয়েছে।
(গা?ল্ফ ইনসাইডর)
Leave a Reply