বাহরাইনে ২০২১ সালের ১১ ই জুন কোভিড-১৯ এর ভ্রাম্যমান পরিক্ষা পরিচালিত করার ফলাফল ১০,৮৪৬ জনকে তার মধ্যে কোভিড -১৯ আক্রান্ত ৯৬৭জন তার মধ্যে ৪৩৫ জন প্রবাসী শ্রমিকে, ৫২৫জন স্হানিয় এবং ৭জন ভমনকারি । সেখানে ১৯৮৯ জন সুস্হ হয়েছেন, এযাবৎ সুস্হ হয়েছেন ২৪০,৫২৯জন।
এযাবৎ কোভিড-১৯ রোগি চিকিৎসাধীন রয়েছেন৩৯৬জন, আসংকা জনক অবস্হায় রয়েছেন ৩১০জন।
এযাবৎ মেট পরীক্মেষা করা হয় ৪৭,৯১০,৭৯জনকে, মোট মৃতের সংক্ষা ১,১৯৬জন।

Leave a Reply