এস কে হুসাইনঃ
বাইরাইনের রাজধানি মানামারনপ্রান কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। ঘটনাটি বুধবার মর্ধান্যবেলায় ঘটেছে। সুগ মানামা (মার্কেটের) এর একটি অংশে অগ্নি সংযোগ ঘটে। সেখানে একটি ভবনে আগুন লেগে গেলে, কিছু সংক্ষক দোকান পুরে গেছে বলে যানাগেছে। ঘটনার মুল তথ্য এখনো সঠিক ভাবে যানাযায়নি।
মর্কেটে আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই ফায়ার সর্ভিসের লোকজন চলে আসে, এবং আগুন নিভাতে সক্ষম হন। এরইমাঝে প্সেরায় পচিঁশটিরও বেশি দোকান পুড়ে গেছে বলে যানাযায়। এবং কিছু সংক্ষক হতাহতের খবার পাওয়া গেলেও প্রান হানির মতো ঘটনা ঘটেনি বলে যানাযায়।
একজন ব্যাক্তি নিজের জীবন বাঁচাতে ভবনের ছাদে ছটাছুটি করতে দেখাযায়। অবশেষে দমকল বাহিনি ৫ ঘন্টা পরিস্রমের পর আগুন নিয়ন্তনে আনে। এবং ওই ব্যাক্তিকে জিবিত উদ্ধার করেন।

Leave a Reply