(এস,কে হোসাইন বাহরাইন রিপোর্টার)
বাহরাইনে আজ শুক্রবার ১৬/০৭/২১ থেকে তিন দিনের জন্য ফেস মাস্ক ব্যাতীত চলাফেরার অনুমতি প্রদান করেছে। তবে নিজের নিরাপত্যার জন্যমাস্ক ব্যাবহার করা যাবে। কেবল মাত্র জনবহুল এলাকা যেমন সুপার মার্কেট, সিনেমা হল, সহ সকল জনবহুল পরিবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক রাখা হয়েছে।
এমনই একটি ঘোষনা সরকারি ভাবে দেয়া হয়েছে।
বাহরাইনে কোভিড-১৯ এর সংক্রমনের সংক্ষা তুলনামুলক ভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। বাহরাইন স্বাস্হ মন্ত্রনালয় যথেস্ট সচেতনতার সঙ্গে কোভিড-১৯ এর মোকাবেলায় দেশের পরিস্হিতি নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হয়েছে।
সকল প্রকার চিকিৎসা সেবা এই মহামারির সময়ে জনগনকে প্রদান করতে সক্ষম হয়েছে কি কোাইন সরকার
কোভিন-১৯ এর ভেকসিনও প্রথম ধাপেই বাহরাইন সরবরাহ করেছেন। এবং সকল জনগনকে এবং প্রবাসীদেরকে সহজভাবে ভেকসিন গ্রহনের সুযোগ করে দেয়া হয়েছে। ফলে বাহরাইন অতি সল্প পরিসরে গ্রীন যোনে পদার্পন করার আশা পোষন করছে।
বাহরাইন মধ্যপ্রাচ্যে প্রথম দেশ যে লিনা গ্রীন যোনো ঘোষিত হচ্ছে।
বাহরাইন সরকার সত্যিই প্রসংসার দাবিদার।
Leave a Reply