রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

ভাইয়ের লাশ নিতে এসে, আরও দুই ভাই হলেন লাশ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভাইয়ের লাশ নিতে এসে, আরও দুই ভাই লাশ হলেন।
সৌদি আসার কিছুদিন পর চট্টগ্রামের রোবেল নামক এক প্রবাসী। সৌদি মালিকের টর্চারে শিকার হয়ে অবশেষে মৃর্তু বরন করেন। তার লাশ দেশে নেয়ার জন্য পরিবার দীর্ঘ এক বছর আইনি লড়াই করে অতঃপর বাংলাদেশে লাশ নিয়ে যাওয়ার বন্দবস্ত করো হয়।

অবশেষে আজ তার লাশ এয়ারপোর্ট থেকে লাশ রিসিভ করতে আশেন তার বড় ভাই এবং ফুফাত ভাই।  স্বজনরা আসে এবং ব্যাথিত ও অস্রূশিক্ত হৃদয় নিয়ে আদরের ছোট ভাইয়ের মৃত দেহ গ্রহন করেন। একটি এম্বুলেন্সে করে যথা সময়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন।  কিন্তু বিধির নির্মম পরিহাস, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লায় তার লাশ বাহী এম্বুলেন্সটি দূর্ঘটনার কবলে পড়ে, ঘটনাস্থলেই মৃত রোবেলের বড় ভাই এবং ফুফাত ভাই নিহত হন। খুবই হৃদয় বিদারক ঘটনা, যে ভাইয়ের লাশে বাড়ি নিয়ে দাফন করার জন্য তাঁরা একটা বছর অপেক্ষা করেছে,  আজ সেই ভাইয়ের সাথে তাঁরও সহযাত্রী হয়ে গেলেন। আল্লাহ আমাদের সকলকে হেফাযত করুক। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন,আমীন।
আল্লাহ সকল প্রবাসীদের হেফাজত করুন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD