এক আনন্দের প্রহর শ্বপ্নের ঘোরে
হাতে হাত রেখে কাটালো যে মোর সনে
অনেক বেলা,
যানা ছিলনা তার হাতে হাত রেখে চলা
কেবলই ছিলো ছলা,
আর অবহেলা।।
ঘুম ভেঙ্গে দেখি আমি সেই একা
সেতো ছিলো কেবল এক সপ্ন দেখা।।
ভাগ্গিস খুলিলো মোর আঁখি,
যদিও দিয়েছে সে মোরে ফাঁকি।
স্বপনেই যদি চলিতাম দুর বহুদুর
সুরে মিলাইয়া তার সুর,
কিবা গতি ছিলো সেই বেলা
যদি শেষ প্রান্তে যবনিকা টানিত তার নিঠুর খেলা?
আপন করিয়া লইও গো তারে
যোগ্য বলিয়া যে দাবি করে।
মায়ার মৌহে ডুবার পরে
যাচিও তারে কষ্টি পাথরে।।
Leave a Reply