মালায়শিয়ায় হাই কমিশনের ভিতরেই মারা গেলেন এক বাংলাদেশী প্রবাসী, এই প্রবাসী দীর্ঘদিন ধরে অসুস্হতার কারনে দেশে যাওয়ার চেচ্টা করছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অবশেষে তার জীবদ্যসায় আর দেচে ফেরা হলেনা।
সূত্রে জানা যায় মৃত ব্যক্তিটি দেশে যাতে ট্রাভেল পাস এর জন্য বাংলাদেশ হাইকমিশনে তিন চার বার গেলেও তাদের হয়রানি শিকার হন তিনি। একবার বলে পাসপোর্ট ফটোকপি লাগবে, আরেকবার বলে জন্ম নিবন্ধন এর কাগজ লাগবে, এই ভাবে হয়রানি করতে থাকে, এরপর আজকে সকালে পুলিশি রিপোর্ট নিয়ে গেলে ও কোন কাজ হয়নি, তঅবশেষে অসুস্হতা বেড়ে গিয়ে তিনি এম্বাসির ভিতরেই ইন্তেকাল করে। এই প্রবাসী গুরুতর অসুস্থ ছিল তাই তিনি দেশে যাওয়ার জন্য ভিষন ভাবে বাংলাদেশ এম্বাসির কাছে যায় ট্রাভেল পাস নিতে, কিন্তু বাংলাদেশ হাই কমিশন তাকে কোন ধরনের সাহায্য করতে চান নি। অথচ এই প্রবাসীর উপার্জনের অর্থ হতেই চলে বাংলাদেশ এম্বাসি, চলে বাংলাদেশের চাকা। এভাবেই প্রবাসে পরে থাকা অসহায় লক্ষ লক্ষ প্রবাসীরা অবমুল্যায়নের শিকার হচ্ছেন।
এদিকে মালায়শিয়াতে রয়েছে লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশী, তারা বাংলাদেত হাঔ কমিশনের পক্ষ হতে তেমন কোনো সহযোগিতা াচ ্নাছেন না বলে যানা যায়।
(সংগৃহিত এফ, বও হতে)
Leave a Reply