এস,কে হোসাইনঃ
চরম অর্থনৈতিক মন্দায় স্রীলংকা। এযাবৎ ৩৬জন মন্ত্রী পদত্যাক করেছেন বলে যানযায়। এদিকে পাসপোর্ট অফিসে পাসপোর্ট বানাতে ভীড় করছেন স্রীলংকানরা। দেশছাড়ার পরিকল্পনা করছেন দেশটির সাধারন জনগন। অনেকে আবার চীরতরেই দেশ ছারার সিদ্ধান্ত নিয়েছেন বলেও মত ব্যাক্ত করেন। তারা চলে যাচ্ছেন আসপাশের দেশসহ বিভীন্ন দেশে।
কারন স্বাধীনতার পর থেকে ৭৪ বছরেী মধ্যে এই প্রথম এমন করুন পরিনতি হল স্রীলংকার। চরমভাবে অর্থনৈতিক মন্দায় নিপগিত হল দেশটি।
এদিকে বেসরকারিভাবে দেউলিয়া বলে ঘোষনা করা হয়েছে দেশটিকে। চাল বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৫০০শত টাকায়, চিনির মুল্য কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০০শত টাকায়। আর এক কাপ চা খেতে আপনাকে গুনতে হবে ১০০টাকা।
ভোয্য তেলের অভাবে মাঢ় মাংশ খাওয়া বন্ধ হয়ে গেছে। জালানি তেলের অভাবে গাড়ির চাকাও ঘুরছেনা। যানবাহনগুলো দাড়িয়ে আছে স্টসনে। তেলের জন্য লাইনে দড়িয়ে থাকতে থাকতে ২জন বয়বৃদ্ধ লোকের মৃর্তু হয়েছে বলেও যানাযায়।
এদিকে কাগজের অভাবে বন্ধ হয়ে গেছে স্কুল কলেজের পরীক্ষা।
ভারত মহা সাগড়ের ছেট্র এই দেশটিতে জালানি তেলের এতটাই অভাব দেখা দিয়েছে যে পেট্রলপাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনি।
অথনৈতিক মন্দায় হুহুকরে নেমে যাচ্ছে স্রূলংকান রুপীর দাম। যেখানে ৮০রুপীতে এক ডলার পাওয়া যেতো তা এখন বেড়ে দড়িয়েছে ২৯৫রুপীতে।
Leave a Reply