মুম্বাই- মহারাষ্ট্রের মালিগাও
এলাকায় জামিয়াতুল ইসলামিয়ার সহযোগিতায় এক বিশাল মহিলা সমাবেশ আয়োযিত হয়।
সেখানে১৪৪ ধারা জারি করা হয়েছে।
গত কিছুদিন পুর্বে ভারতের কারনাটাকা প্রদেশে কলেজে ছাত্রিদের হিজাপ ব্যাবহারে নিষিদ্ধ করাকে কেন্দ্র করে, পুরো ভারত জুড়ে মুসলিম হিজাব পড়ার অধিকার চেয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক মাধ্যম ও মুসলিম কমিউনিটি গুলো দফায়দফায় মিটিং করে চলছে।
যখন মুম্বাই কের্ট থেকে বলাহয় স্কুল কলেজে ইউনিফর্ম পরিধানকে গুরুত্য দিতে হবে। তখনই মুম্বাই- মহারাষ্ট্রের মালিগাও হাজার হাজার হিজাপ ও বোরখা পরিহিত রমনিদের একত্রিত হতে দেখাযায়।
তারা মুসলিম নারিদের হিজাপ পরে স্কুল -কলেজে প্রবেশের অধিকার বন্চিত করার বিরুদ্ধে তাদের অধিকাট আদায়ের লক্ষে সমবেত হয়েছেন। তারা প্রশাষনিক কোনো অনুমতি না নিয়েই এই জনমাবেস করেছেন বলে যানাযায়। তাই সেখানে আজ ১৪৪ ধারা যারি করা হয়েছে।
এদিকে কলেজ ছাত্রি মুসকানের ভিডিও ভাইরাল হওয়ার পরথেকেই বিশ্যের বিভিন্য দেশেও আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে ভারতের বর্তমান মোদি সরকারকে কেন্দ্র করে।
সমান অধিকারের দেশে একঘেয়োমি হিন্দুত্যবাদি কায়েমের চালবাজি করছেন বলেও অনলাইন মিডিয়া গুলোতে ব্যাক্তি মতের প্রকাশ করতে দেখাযায় অনেককে।
অনেকে হিন্দু নারি-পুরুষ মুসলিম নারিদের হিজাপ পরিধান করে কলেজ যাওয়াকে তাদের ন্যায্য অধিকার বলেও মত প্রকাষ করেন।
Leave a Reply