শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের হাতে তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা যা বললেন জাহেদ উর রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান ভালোবেসে বিয়ে অত:পর চীর বিদায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেন বিচারক গোলাম মর্তুজা, কেএই দুঃষাহশি ব্যক্তি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ বাহরাইন প্রবাসী সাংবাদিক শাহিন শিকদার ইন্তেকাল করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন ব্যবস্থা আফগানিস্হানে ভূমিকম্পে চাপাপরা ণারীদের উদ্ধার করছেন না উদ্ধারকর্মিরা রাজবাড়ীতে নুরু পাগলার মাজারে হামলা, লাশতুলে পুড়িয়ে ফেলে জনতা

হিজবুল্লাহর আক্রমনে পিছুহটছে ইসরাইল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৭৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

এস কে হোসাইন: গত দু-দিন ধরে লেবানন সিমান্তে হিজবুল্লাহ ও ইসরাইল সেনাদের মধ্যে তিব্র পাল্টা- পাল্টি যুদ্ধ অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ ইসরাইল সেনাদের ঘাটিকে লক্ষ করে আক্রমন চালিয়ে যাচ্ছে। ইসরাইল সেনাবাহিনির পাল্টা আঘাতে রবিবার হিজবুল্লাহর এগারজন মুজাহিদ নিহত হন।

লেবানন সিমান্তে হিজবুল্লাহর আক্রমনের মাত্রা যোরদার করায় ইসরাইল মনে করছে যুদ্ধে ইরান সরাসরি জড়িয়ে পরতে যাচ্ছে।

এদিকে ইসরাইলের অর্থমন্ত্রী  বারাকাত হুশিয়ারি উচ্চারন করে বলেছেন যুদ্ধে সরাসরি ইরান জড়িয়ে পড়লে বা ইসরাইলকে আক্রমন করলে ইরানকে মাটিতে মিশিয়ে দেয়া হবে।

অপরদিকে ইরানের পররাস্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আহইয়ান বলেছেন ইসরাইল গাজায় আক্রমন বন্ধ না করলে যুদ্ধ আন্চলিক রুপ নিবে।

নিউইয়র্ক টাইমস এর এক বিবৃতিতে বলা হয়েছে ” গত শুক্রবার প্রেসিডেন্ট যোবাইডেন ইসরাইলকে বলেছেন লেবানন সিমান্তে হিজবুল্লাহর আক্রমন প্রতিহত করতে লেবানন সিমান্তে হেজবুল্লাহর হামলা নিয়ে সতর্কতা অবলম্বন করতে।” হিজবুল্লাহকে যেনো যুদ্ধে টেনে আনা নাহয় সেদিকে খেয়াল রাখতেও সতর্ক করেছে ইসরাইলকে।


তবে যুক্তরাস্ট্র যেভাবে ইসরাইলের পক্ষ নিয়েছে সেক্ষেত্রে যোবাইডেনের এই উপদেশ আমলে নেয়াটা এত জরুরি মনে করছেনা তেল বলিব ।
হিজবুল্লাহর মটার হামলার বীপরিদে, লেবাননের অভ্যান্তরে হিজবুল্লাহর বিভিন্ন ঘাটি ও স্হাপনা লক্ষ করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল আর্মি।

এদিকে ইসরাইলের অর্থমন্ত্রী বারাকাত ইরানের বিরুদ্ধে কঠোর উস্কানিমুলক হুসিয়ারিও দিয়ে আসছে।
সর্বশেষ ইরান ও সিরিয়ার ঘাটিতে, লৌহিত সাগড়ে যুক্তরাষ্টে্র রনতড়ী লক্ষকরে ইরানপন্হি মিলিশিয়া বাহিনির আক্রমনের পর যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে না জড়ানোর জন্য নিজের অবস্হান থেকে সরে এসেছে।
সনিবার পেন্টাগনের আদেশ তার প্রমান।

যুক্তরাস্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এনথনি ব্লিংকেন রোববার এমবিসি টিবিকে এক সাক্ষাতকারে বলেন, হামাস ও ইসরাইলের যুদ্ধকে ঘিড়ে যদি মধ্যপ্রাচ্চে অবস্হীত যুক্তরাষ্ট্রের কোনো ঘাটিতে হামলা হলে যক্তরাষ্ট্র তার পাল্টা জবাব দেয়ার প্রস্ততি নিয়েছে। এই যুদ্ধে ইরানকে প্রক্সি যুদ্ধের জন্য দায়ী করেছেন।

এবং মধ্যপ্রাচ্চে যুক্তরাষ্ট্রের কোনো ঘাটিতে হামলার দায়ে পরবর্তি নিশানা হতে পারে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায় থেকে গত দু-দিন ধরে বলা হচ্ছে হামাস ও ইসরাইলের যুদ্ধ আন্চলিক যুদ্ধে রুপ নিতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD