তিন দিনে’র জ’ন্য সম্পূর্ণ গা’ঢ় অন্ধ’কারে ঢেকে যাবে গোটা পৃথি’বী। পৃথিবীতে করোনা’ভাইরাস এর প্রভাব ইতিমধ্যেই ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় একজন টাইম ট্রাভেলা’ র দাবি করলেন পৃথিবী নাকি তিনদিন সম্পূর্ণ অন্ধ’কারে ডুবে যাবে।
সেই টাইম ট্রাভেলে’র আরও বলেন ৬ জুন, ২০২৬
সালে পুরো পৃথিবী নাকি কালো অন্ধকারে ঢেকে
যাবে। পৃথিবীর কোথাও থাকবেনা বিন্দু’মাত্র
আলোর কণা।
৬ জুন ২০২৬ থেকে টানা তিন দিনের জন্য পৃথিবী
এমন একটা প’রিস্থি’তিতে থাকবে যেখানে কোন
আলোর কণা দেখা যাবে না। শুধু’মাত্র ব্যবহার
করা যাবে মোম’বাতি। নেটিজেনদের প্রশ্ন কেন
হবে এটা? কেন আলো জালানো যাবে না?
প্রশ্নের উত্তর তিনি দিতে পারছে’না। আপাত’ত নেটিজেনদে’র চোখে এই বিষয়টি একেবারে’ই
ভুল। ভবি’ষ্যদ্বাণী করে দিয়ে সেই টাইম ট্রাভেলা’র
আবার হয়তো টাইম ট্রাভেল করতে বেরিয়ে গেছে।
কিন্তু, বিজ্ঞানী’রাও এরকম কোনো সদুত্তর দিতে
পারছেন না।
Leave a Reply