ঢাকা থেকে সৌদি যাবার সময় সৌদি বওমান বন্দরে আটক হলেন এক প্রাসী।
আটকের পর তাকে জেল হাযতে জিঙ্গাসা বাদের জন্য নিয়ে গেলে তিনি পুলিশকে বলেন, বাংলাদেশ হতে শাহজালাল বিমান বন্জোদরে জোর-জবরদস্তি করে একটি আঁচারের কৌটার কথা বলে তাকে নিয়ে যেতে দেয়া হয়, এবং বলাহয় এতে সামান্য কিছু খাবার রয়েছে।
অবশেষে সৌদি বিমান বন্দরে এলে চেক করার পর তাতে ৫০০০পিছ ইয়াবা পাওয়া যায়।
সি সি টিভির ফুটেজ পরিদর্ষন করে শাহজালাজ বিমান বন্দরের এক পরিচ্ছন্ন কর্মকর্তাকে আটক করেছেন পুলিশ।

রায় একুশ দিন পর দেশে স্ত্রীকে ফোন করে কান্নায় ভেঙ্গে পরেন সৌদি প্রবাসী আবুল বাশার।
তিনি ত্রীকে বলেন সৌদি ফেরত যাবার সময় শাহজালাল বিমান বন্দরে ভয়ভিতি দেখিয়ে আঁচারের কৌটা বেগে ঢুকিয়ে দেন এক কর্মকর্তা, পরে সৌদি বওৃানবন্দরে আটকমকরেন সৌদি পুলিশ।
সেই কমকর্তার নাম ছিলো নূর মোহাম্মদ।
পরবর্তিতে ভুক্তভুগির স্ত্রী বিমানবন্দরের নিয়োযিত আর্মপুলিশকে বিষয়টা অবগত করেন।
আর তার পরই শুরুহয় তদন্ত। সি সি টিভির ফুটেজ থেকে এর সত্যতা পান আর্মপুলিশ।
অতপর গ্রেপতার করা হয় পরিচ্ছন্নতা কাজের সুপারভাইজার নূর মোহাম্মদকে।
পুলিশকর্মকর্তা জানান নূর মোহাম্মদকে জিঙ্গাসা করা হলে সে এর সত্যতা শিকার করেন। আবুলবাশারের বেগে নিজ হাতে কৌটোটি ঢুকিয়ে দেন বলেও জাানায়।
তিনি আরো বলেন বাংলাদেশ প্রবাসী মন্ত্রনালয়ের সঙ্গে এ বিষয়ে কথাবলা হয়েছে।
আবুল বাশারকে মুক্ত করতে বাংলাদেশ দুতাবাসের সহযোগিতা নিয়ই সকল কার্জ পরিচালনা করা হবে।
এর সাথে আরো কেহ জরিত রয়েছে কিনা তা খতওয়ে দেখা হচ্ছে।
এস কে হোসাইন
Leave a Reply