এস,কে হোসাইনঃ
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মাঝে আগুনে ঘি ঢেলে দিয়েছে পোলেন্ড। এমনটিই মন্তব্য করলেন রাশিয়ার মিত্রদেশ চেচেন প্রধান রমযান কাদিরাও।
রাশিয়া, ইউক্রেনের যুদ্ধের মধ্যভাগ থেকেই চেচেন যোদ্ধারা প্রস্তুত হয়েছিলেন রাশিশার পক্ষে ইউক্রেনে আক্রমন করার। তবে তখনও চেচেন যোদ্ধারা যুদ্ধে অংশ নেননি। কিন্তু এবার তারা হুন্কার ছারছে এবং শুধু রাশিয়ার অনুমতির অপেক্ষায় রয়েছেন অঝস্ত্র অস্ত্র ও গোলাবারুদ নিয়ে। তবে ইউক্রেনের উপর তাদের এ আক্রোস নয় এখন ইউক্রেনকে গোলাবারুদ ও ড্রোন দিয়ে সহযোগওতা কারি মিত্র দেস পোলেন্ডকে উড়িয়ে দিতে চান চেচেন। 
পোলেন্ড ইউক্রেনের কয়েক কোটি মানুষকে আস্রয় দেয়া সহ ১৬০ মিলিয়ন মার্কিং ডলারের অস্ত্র, ড্রোন ও সেনা দিয়ে সহযোগিতা করেছে পোলেন্ড। এতে আগুনে ঘি ঢেলে দেয়ার সামিল বলে মন্তব্য করে চেচেন যোদ্ধাবাজ প্রেসিডেন্ট রমযান কাদিরাও বলেন রাশিয়া অনুমতি দিলে মাত্র ৬ সেকেন্টে পোলেন্ডকে উড়িয়ে দিতে সক্ষম চেচেন সেনাবাহিনি। তারা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
অস্ত্র, গোলাবারুদ সহ পোলেন্ড সোদের ফিরিয়ে নিয়ে রাশিয়ার পৃরেসিডেন্ড বিলাদিমির পুতিনের নিকট ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছেন রমযান।
বর্তমানে পোলেন্ডই একমাত্র মিত্র দেশ যে কিনা ইউক্রেনের পক্ষে সক্ত আবস্হানে রয়েছে।
বিস্বের সবচাইতে যোদ্ধাবাজ এই সেনা প্রধান কখনো কোনো যুদ্ধে হার মানেননি বলেও রেকর্ড রয়েছে। এবং তার গড়া চেচেন সেনাবাহিনি বিস্বের সবচাইতে শক্তিশালি বলেও যানাযায়। তাদের সহঢ়োগিতায়ই এমেরিকার তোয়াক্কা নাকরে শিরিয়ায় হামলা চালিয়েছিলো রাশিয়া। আর দখল করে নিয়েছিলো একের পর এক শহর। তবে কোন অস্ত্র ব্যাবহার করেন চেচেন যোদ্ধারা তা আদৌ বুঝে উঠতে পারেনি কেউ।
Leave a Reply