বোশ কদিন ধরে একটি ভিডওও অন লাইন মিডিয়াতে
ভাইরাল দোথা যায় তা নিয়েই কিছু কথা বলবো।
বিড়াল একটি পরিষ।জার পরিচ্ছন্ন প্রানি।
এই প্রানিটি পরিষ্কার যায়গাতে থাকতে,ভালো পরিষ্কার খাবার খেতে পছন্দ করে।
৷ বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না। এমন কি পা লাগিয়ে আদর ও করবেন না।
মনে রাখবেন
বিড়াল একমাত্র মাংসাসী প্রাণি যাকে-
আমাদের নবী (সা:), ভালবেসে তার গায়ে হাত বুলিয়েছিলেন, কোলে বসিয়েছেন।
বিড়াল সেই প্রাণি যে পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায়,
বিড়াল সেই প্রাণি, যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে দাঁড়ায়!, তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না!
বিড়াল সেই প্রাণি, যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেয়া হয়,
বিড়াল সেই প্রাণি যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন,
বিড়াল সেই প্রাণি যার জিহবা দ্বারা চাটা পানিতে আল্লাহর হাবীব নবী কারিম (সাঃ) ওযু করেছেন,
আল্লাহ আমাদেরকে পশু পাখিদের প্রতি সহনশীল হওয়ার তৌফিক দান করুক।
আমিন
Leave a Reply