আজ সোমবার ১৫ ই এপ্রিল ৩রা বৈশাখ। বাহরাইনে মুশলধারে বৃষ্টি হচ্ছে।
মদ্ধপ্রাচ্চের মরুভুমির দেশ বাহরাইন। আরব সাগরের একটি দ্বীপ। যেখানে আশেপাশের আরব দেস হতে বেড়াতে আসেন বহু পরিদর্শক। এমনকি পশ্চিমা দেসগুলো হতেও আসতে দেখাযায় অনেককে।
আরবদেশ হলেও এদেশের আইন কানুন অনেকটা শিথিল। এখানকার মানুষগুলো অনেক আপ্যায়ন পরায়ন। বন্ধুসুলভ আচরনের কারনে এখানে জিবিকার তাগিদে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দক্ষিন এশিয়ার বহু কর্মিক রয়েছে তেমনি রয়েছে পশ্চিমা দেশগিলো হতে আসা বহু নাগরিক।
বহিরাগতদের জন্যও রয়েছে আরবের অন্যান্য দেশের চাইতে অনেকাংশে বেশি শিথিলতা ও সুবিধা।
বাহরাইন একটি রাজতন্ত্রের দেশ। এলুমিনিয়াম ও পেট্রোল হলো এদেশের প্রধান আয়ের উৎস।
এদেশের রাজা ও প্রশাষন প্রবাসী ও জনগনের প্রতি বহুগুনে জত্নবান।
জলবায়ুর পরিবর্তনের ফলে গৃষ্মের সময়ও এখন বাংলাদেশের মতো বৃষ্টি হতে দেখা যায়। যখন এই মৌশমে ৩৮/৪০ ডিগ্রি তাপ হওয়ার কথা, তখন ২৮/৩০ ডিগ্রি তাপ আবার সময় সময় বৃষ্টি হতে দেখা যাচ্ছে।
বাহরাইনে রয়েছে শতবছরের পুরোনো বৃক্ষ “ট্রি অফ লাইফ”।
এদেশে বহু বওদেসী নাগরিকগন স্বাচ্ছন্দে তাদের ব্যবসা পরিচালনা করছেন। রাষ্ট্রিয় আইন মেনে আপনিও যে কোনো ব্যবসা অনায়াসে পরিচালনা করতে পারবেন। এতে কোনো প্রকার বাধা নেই।এদেশে তাজা মাছ, সবজি সবই মিলে অনেক কমদামে।
বাহরাইন একটি সোনার দেশ।
বাহরাইন রাজা দেশটিকে ২০৩০ সালের মধ্যে সিঙ্গাপুরের মতো সুন্দর করার পরিকল্পনায় রয়েছেন।
এস কে হোসাইন
Leave a Reply