বাহরাইন সংবাদ দাতা:
দুই ঋতুর দেশ বাহরাইন। যদিও শীতের শেষে গৃষ্মের আগমন ঘটেছে বেশ কিছুদিন আগেই। তথাপিও বৃষ্টির রবকতে এতদিন গরমের প্রখরতা দেখতে মিলেনি, জলবায়ুর পরিবর্তনের ফলে। আজ কদিন যাবৎ ভালই তাপ পরছে, ৪২-৪৫ ডিগ্রি প্রায়। কদিন পর বাহিরে কর্মরত শ্রমিকদের শুরক্ষার জন্য দুপুরে কাজ নাকরতে, ভোর ৫ টা থেকে দুপুর ১ টা অবদি কাজ করার ঘোষনা আসবে।
কথায় আছে আরব দেশ মরুভুমির দেশ। যেখানে রয়েছে সর্ব বৃহত মরুভুমি শাহারা মরুভুমি। সুর্যের কিরনে যেথায় চকচক করে বালিকনা গুলো। গরমের কঠোরতায় যেখানে বাহিরে বেরোনোর সময় আরববাসীগন নিজেদের মুখ রুমাল দিয়ে ঢেকে রাখে। বর্তমানে বৈগ্যানিক প্রযুক্তির উন্নতির কল্যানে প্রতিটি গৃহের প্রতিটি কক্ষে এ্যায়ার কন্ডিশন লাগিয়েই সুখি জীবন চলাচ্ছে আরববাসী।
মরুভুমির পশু দুম্বা, আর ঊট যাকে আমরা মরুভুমির জাহাজ বলি। এখানকার প্রখরতাকে টেক্কাদিয়ে নিজের জীবন বাঁচাতে মরুভুমীর কাঁটাযুক্ত বৃক্ষের পাতা আর সুক্ন খরকুটা খেয়ে থাকে। সিমীত পরিমানে পানি পান করে ওরা। এখানে খোরমা খেজুরের বাগান রয়েছে বৃহত এলাকাজুড়ে।
মরুভুমিতে কখনো কখনো খরগোশের মতো ছোট্র আকৃতির একটা প্রানি দেখা যায়, গুই সাপের আদলে চতুষ্পদি একটা সরিস্রিব প্রানি যার নাম সান্ডা তাকেও দেখা যায়। কখনোবা বিষাক্ত ধুশর বর্নের সাপ ও মিলে। আরো মিলে পাতা লতা বিহীন আলুর আকৃতির একটি সবজি যা ফেগা নামে পরিচিত, এটা কেবল কিছু কিছু এলাকায় পাওয়া যায়।
তবে বাহরাইন তথা আরব গাল্ফ এর মত শান্তিপুর্ন দেশ কোথাও নেই। এখানে নেই চুরি – ছিনতাই এর মত আতন্ক। নেই ইভটিজিং আর ধর্ষনের মত নোংরামি। আরবদেশের মধ্যে বাহরাইনে-ই প্রবাসীদের জন্য রয়েছে বসবাসের জন্য অধীকতর সহযোগিতা।
Leave a Reply