গত মঙ্গলবার রাত ২.৩০ মিনিটে পাকিস্হানে নয়টি এলাকায় আকষ্মিক ভাবে বিমান হামলা চালায় ভারত। তাদের দাবি সন্ত্রাস বাদ নির্মুল করার লক্ষে এমন আক্রমন করেছে ভারত। এমনকি শীর্ষ সন্ত্রাসি মোহামদ আজহারের বাড়ি গুড়িয়ে দেয়ার দাবিও রয়েছে দিল্হির।
এই হামলায় পাকিস্হানের পেহেলগাও, পোটলি,ভাওয়ালপুরের পুর্ব আহমেদপুর, মুজাফ্ফারাবাদ, এবং মুর্তিকেতে হামলার দায় শিকার করেছে ভারত। তাতে সন্ত্রাসি মোহাম্মদ আজহারের পুরো পরিবারের সদশ্যগন নিহত হয়েছে বলেও সংবাদ প্রচার করেছে ভারতের গনমাধ্যম।
অপরদিকে পাকিস্হান আর্মি ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভুপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। এবং পাল্টা হামলাও অব্যাহত রয়েছে পাক সেনাবাহিনির। এবং সাধারন জনগনকে লক্ষ করে ভারত হামলা চালাচ্ছে বলে ইসলামাবাদের নিন্দা।
অপরদিকে চান্চল্যকর তথ্য ফেসবুক মাধ্যমে প্রকাশ করেছেন এক সত্যবাদি সাহষী ভারতীয় যাওয়ান।
তিনি বলেন: আমার নাম আশোক কুমার, আমি একজন সেনাবাহিনির সিনিয়র কর্মকর্তা। সেনাবাহিনিতে দীঘদিন সততার সাথে কাজ করে যাচ্ছি। কিন্তু আজ আমি বিবেকের কাছে লজ্জিত, পাকিস্হানের পেহেলগাম হামলায় সন্ত্রাসবাদ দমনের নামে ভারতের এই হামলাকে মেনে নিতে পারছিনা। ভারত সরকার জনগনের নিকট সন্ত্রাসবাদ দমনের কথা বলে যা বুঝাতে চাচ্ছে তা সঠিক নয়। এটা সম্পুর্ন মিথ্থাচার, ভারত সরকার জনগনকে ভুল তথ্য প্রদান করছে। খুফিয়া,গোপন ভুল তথ্য প্রদানের ফলে ও সংবাদ মাধ্যমগিলোর উস্কানি মুলক সংবাদ প্রচারের ফলে আজ এই হামলা পাকিস্হানে করা হয়েছে। আমি আমার দীর্ঘ এই সামরিক কর্মরত জীবনে অনেক অপারেশনের সম্মুখিন হয়েছি। কিন্তি এমন জঘন্য নিন্দনীয় হামলার কখনো কোথাও করিনি।
এটা একটা ভুল সাইন ছিলো এটা মিথ্যা ও ভুল আক্রমন ছিলো, যা বাহিরে থেকে সন্ত্রাসী হামলা বুঝানো হয়েছে। অথচ এটা একটা অভ্যান্তরিন রাজনৈতিক উদ্দেশ্য হাছিলের জন্য করা হয়েছে। আমি আমার নৈতিকতা থেকে আমার মনের আবেক প্রকাশ করলাম।
এই আক্রমনের পরিকল্পনা পুর্বনির্ধারিত বলেই মনে হয়েছে। সবচেয়ে আশ্বর্যের বিষয় হলো আমাদের সেনাবাহিনির যাওয়ান আঘাতপ্রাপ্ত হয়ে পরে আছে, অথচ তাদের সাহায্য করতে একটা সেবাকর্মি বা একটা এম্বুলেন্সও আশেনি।
একজন সৈনিক হিসেবে কেবল মাত্র নিজের সিমানার হেফাযত করাটাই আমার কর্তব্য নয় পক্ষান্তরে সঠিক চিন্তা চেতনা দিয়ে সত্যকে উন্মোচন করাটাও আমার কর্তব্য। ধোকার সম্মুখে চুপ থাকা দেশ প্রেম নয়। সত্যকে উন্মোচন করাটা আমার কর্তব্য ও নৈতিক দায়িত্ব, তার জন্য জীবনে যতই বাঁধা বিপত্যি আসুক না কেন।
সংগৃহীত: ডেলি মুমতাজ নিউজ টিভি
Leave a Reply