পাকিস্তান এ পর্যন্ত ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি জানায়। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি জানিয়েছে, পাকিস্তান এখন পর্যন্ত ভারতের মোট ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি জানিয়েছে, “৮ মে সন্ধ্যা নাগাদ পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন গুলি করে এবং গত রাত থেকে আরও ৪৮টি ড্রোন ধ্বংস করেছে।” পাকিস্তান ভারতীয় আগ্রাসনের “যথাযথ জবাব” দিচ্ছে বলেও জানানো হয়।
গতকাল পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছিল এসব ড্রোনকে প্রতিহত করতে— টেকনিক্যাল (সফট-কিল) এবং অস্ত্রভিত্তিক (হার্ড-কিল) উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে।
সে সময় পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হারপ ড্রোনগুলো করাচি ও লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে। ইসরায়েলের তৈরি হারপ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য না করলেও। এর আগের দিন বুধবার ভোরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর বিকারোক্তি প্রকাস করেন। নয়াদিল্লির দাবি, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। সাধারন জনগন তাদের লক্ষ নয়।
দুই সপ্তাহ আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে এক হামলায় ২৬ জন ভারতীয় নিহত হন। ভারতের দাবি, এ ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে ও পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দেয়। তারই জের ধরে ভারত মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ মিনিটে জঙ্গিবিমান, রাফায়েল ও ড্রোন দিয়ে পাকিস্হানের নয়টি এলাকায় হামলা করে, সেখানে ৫ টি মসজিদ, একটি মাদ্রাসা ধ্বংস করে। একইসঙ্গে ইসলামাবাদ দাবি করে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তারা।
Leave a Reply