বাহরাইন সংবাদদাতা
বাহরাইনে বিভিন্ন এলাকায়, পুনরায় দু সপ্তাহের জন্য ৭ টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। জনস্বাস্হ অধিদপ্তর স্বাস্হবিধী লক্ষকরে এই পদক্ষেপ নিয়েছে।
কিংডম অফ বাহরাইনে, বরাবরের মত সকল মসজিদে
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের অনুমতি ছিল।
কোভিড-১৯ এর দ্বিতীয় দফায় ও কোনো প্রকার লকডাউন ব্যতিতই দেশের সকল লিছুই সাভাবিক ভাবে চলছিলো।
দেশটির গভরমেন্ট এতটাই সচেতনতার সংগে কোভিড-১৯ এর মোকাবেলা করছিলেন যে, মধ্যপ্রাচ্যের মধ্যে বাহরাইন একমার্ত দেশ যেখানে (প্রায়) সমগ্র দেশের জনগনের কেভিড-১৯ টেস্ট সম্পন্য করা গেছে।
এবং বাহরাইনে উন্নত চিকিৎসার মাধ্যমে এই মহামারি হতে অধীক সংক্ষক জনগন পুনরুদ্ধার হয়েছেন।
কিন্তু বর্তমানে এই মহামারির সংক্ষা অনেকটা বৃদ্ধি পাওয়ায় দেশে ২৭মে হতে ১০জুন পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়।
এমতাবস্হায় কিছু সংক্ষক মসজিদে কোভিড আক্রান্ত ব্যক্তি মিলে, আর তাই সেগুলো ২ সপ্তাহের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। মসজিদ গুলো কোন এলাকায় তা জানানো হয়নি।
Leave a Reply