গ্রীসে অপহরণকারীদের আপীল কোর্ট আসন্নঃ
তিনটি অপহরণ মামলাসহ মুন্সিগঞ্জ নিবাসী রকি আহমেদ মুজিবরের কাছ থেকে ১৮ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে তাকে হত্যা করে জঙ্গলে পুতে রাখে এ তিন নরপশু।রকি আহমেদ দুই সন্তানের জনক ছিলেন। ঢাকার সাভার নিবাসী সানোয়ার হোসেনকে শেকল দিয়ে বেঁধে পিটিয়ে তার কাছ থেকে ৭ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে এ নরপশুরা। বেকারত্বের সুযোগে কাজ দিবে বলে নিয়ে আটক করে জিম্মি করতো সাধারণ গ্রীস প্রবাসীদের। প্রতি সপ্তাহে কেউ না কেউ নিখোঁজ হতো। মানুষের মনে আতংক ছড়িয়ে পড়ে।
বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্রীসের সভাপতি ও কমিউনিটি ভাইস প্রেসিডেন্ট শাহনূর রিপন ভাইয়ের নেতৃত্বে আরো অনেকের সহযোগীতায় ৪ দিন ব্যাপী এক পুলিশী অভিযানে রাসেল মিয়া(নরসিংদী),মোরশেদ আলী(টাংগাইল), জামাল হোসেন( বিঃবাড়িয়া)কে নানা স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রীসের উচ্চ আদালত এদের ৫৯ বছর ( দিও ইসোবিয়া কাথরেক্সি) দন্ড প্রদান করে ২০১৩ সালে।তার পর থেকে ভয়ে কিডন্যাপাররা গ্রীস থেকে পাত্তা গুটাতে থাকে।এমনি আরো তিনটি গ্রুপকেও জেলে সোপর্দ করা হয়। সামনে কয়েকদিন পর এ মাসেই তাদের আপীল কোর্ট। আবারও আদালতে যাচ্ছি ইনশাআল্লাহ্ তাদের সাজা বহাল রাখার দাবীতে।
শাহনূর রিপন
Leave a Reply