টেলিফোন তুলে সবাই হ্যালো বলে “hello” কিন্তু কেন!!!
কেউ কি জানেন এই হ্যালো বলার প্রকৃত মানে কি?কোথা থেকে এই ” hello” বলা শুরু !!!
“Hello” একটা মেয়ের নাম ৷ পুরো নাম মার্গারেট হ্যালো (Margaret Hello) তিনি আর কেউ নন- তিনি বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল এর গার্লফ্রেন্ড৷ গ্রাহাম বেল হলেন টেলিফোন আবিষ্কারক৷ আবিষ্কারের পর তিনি প্রথম যে কথাটি বলেন তা হচ্ছেন –
” হ্যালো”
,,,সেই থেকেই “হ্যালো” বলে ফোন কলের প্রচলন শুরু ৷ মানুষ গ্রাহাম বেলকে ভুলে যেতে পারে , কিন্তু তার ভালোবাসার মানুষটিকে নয় ৷ আজও মানুষ ফোনে প্রথম কথায় আবিষ্কারকের প্রথম কথাটি বলে নিজের অজান্তেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আসছেন…
আলেকজান্ডার গ্রাহাম বেলকে বোবাদের পিতা তথা দ্য ফাদার অফ দ্য ডিফ নামে ডাকা হতো। তার বাবা, দাদা এবং ভাই সবাই একক অভিনয় ও বক্তৃতার কাজে জড়িত ছিলেন এবং তার মা ও স্ত্রী উভয়েই ছিলেন বোবা। এ কারণেই বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অনেক গবেষণা করেছেন। টেলিফোন উদ্ভাবনের আগে থেকেই তিনি শ্রবণ ও কথন সংশ্লিষ্ট গবেষণা নিয়োজিত ছিলেন। ১৮৭৬ সালে তাকেই টেলিফোনের প্রথম মার্কিন পেটেন্টের সম্মানে ভূষিত করা হয়।
@zahir Raihan
ইতিহাস ও মিথলজি
Leave a Reply