শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের হাতে তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা যা বললেন জাহেদ উর রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান ভালোবেসে বিয়ে অত:পর চীর বিদায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেন বিচারক গোলাম মর্তুজা, কেএই দুঃষাহশি ব্যক্তি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ বাহরাইন প্রবাসী সাংবাদিক শাহিন শিকদার ইন্তেকাল করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন ব্যবস্থা আফগানিস্হানে ভূমিকম্পে চাপাপরা ণারীদের উদ্ধার করছেন না উদ্ধারকর্মিরা রাজবাড়ীতে নুরু পাগলার মাজারে হামলা, লাশতুলে পুড়িয়ে ফেলে জনতা

“নিঃসন্তান” অনেক বছর যাবত বিয়ে হয়েছে অথচ মা -বাবা ডাক শুনতে পারছেন না! এই টিপসটি আপনার জন্য

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সন্তান আল্লাহর এক অসীম নেয়ামত।

একজন নারী মা হন সন্তান জন্ম দেয়ার মাধ্যমে, কোনো মা সন্তান জন্ম দিতে অপারগ হলে মনে হয় যেনো তার নারীত্নই বৃথা।
অনেক বছর যাবত বিয়ে হয়েছে কিন্তু মা -বাবা ডাক শুনতে পারছেন না!(সন্তান হচ্ছেনা)

অন্যর সন্তান কাছে পলেই কোলে জড়িয়ে ধরতে ইচ্ছে হয়।

আর শশুর শাশুরি, প্রতিবেশীদের নানা অববাদের ছিটা তো আছেই।
তাই হন্যে হয়ে ডাক্তার – কবিরাজের দুয়ারে দুয়ারে ধরনা দিতে হয়। আর এই সুযোগে অসাধু কিছু ডাক্তার- কবিরাত হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।
আবার গাইনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন অনেকেই। তখন দেখাযায় ডাক্তারি বিভিন্ন পরিক্ষার লম্বা এক ফর্দ হাতে ধরিয়ে দেন। পরীক্ষা না করিয়েও উপায় নেই, কারন মা – বাবা তখন সন্তানের মুখ দেখবে এটাই মেইন টার্গেট
টাকা লোনো মাইনে ই রাখেনা তখন। পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চা কনসিভ করার বা বাচ্চা ধারনের ক্ষমতা আছে কিনা এ ধরনের টেস্ট গুলো দিয়ে থাকেন ডাক্তার বেশিরভাগ সময়ই স্বামী স্ত্রীদের।
আসলে যাদের কোনো সমস্যা নেই কিন্তু এমনিতেই বাচ্চা হচ্ছেনা, বছরের পর বছর কেটে যাচ্ছে সন্তানের সোনামুখ দেখতে পাচ্ছেননা, খুব শূন্যতা একটি ফুটফুটে কোমল হাতের আলতো স্পর্সের অভাব অনুভব করছেন মা।
তাদের জন্য আমার বহু পরিক্ষিত
একটি “টিপস” সেয়ার করলাম। যদি মেনে চলেন তাহলে আল্লাহর রহমতে আল্লাহ হয়তো এই উছিলায় আপনাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ।
মায়ের পিরিয়ড এর ১৩ দিন থেকে ১৭ দিনের মাথায় মাঝখানের, ৫ দিনের মধ্যে কনসিভ করার সম্ভাবনা থাকে, মানে সন্তান গর্ভে আসার সম্ভাবনা থাকে বেশি। আমি আরও বুঝিয়ে বলছি
ধরুন আপনার মাসিক শুরু হয়েছে মাসে যেকোনো তারিখে. ধরে নিন ৯ তারিখ।
এই নয় তারিখ থেকে বরাবর ১৩ দিন থেকে ১৭ দিন কয়দিন লাগবে।
আসুন আমরা ৯ তারিখ থেকে হিসেব করি ৯,১০,১১,১২,১৩,১৪,১৫,১৬,১৭,১৮,১৯,২০,২১ তারিখ।
১৩ দিন হতে ২১ তারিখ হয়েছে এই ২১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত স্বামী স্ত্রী মেলামেশা শারিরীক সম্পর্ক গ্যাপ৷ দেয়া যাবেনা এই ৫ দিনের যে কোনোদিন সন্তান গর্ভে আসার সম্ভাবনা বেশি থাকে।
তাই এই ৫ দিন স্বামী-স্ত্রী একসাথে থাকা প্রয়োজন।
গ্যাপ দেয়া ছাড়াই ৫ দিন আপনারা মেলামেশা করলে ইনশাআল্লাহ আল্লাহপাক রাব্বুল আলামীন আপনাদের কোলজুড়ে একটি সন্তান দান করতে পারেন।

মেডিকেল সাইন্স অনুযায়ী এই সময়টাতে মহিলাদের জরায়ুর সকল পখ গুলো খোলা থাকে এবং পুরুষের শুক্রানু খুব সহযে নারীর ডিম্বাসয়ে পৌছে যেতে পারে আর তাই এই সময়টাতে নারীর সন্তান ধারনের বিশেষ সময় বলে ধরা হয়েছে। অন্যান্য সময়ে জরায়ুর পথ বন্ধ থাকে তাই শুক্রানু ডিম্বাসয়ে পৌছায়না। ধন্যবাদ
(নাহিদা কাউসার)

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD