মুসলিম উম্মাহর জন্য রমজান মাসের প্রতিটি মুহূর্তই মহামূল্যবান। প্রথম ১০ দিনে আল্লাহর রহমতে বান্দা সিক্ত হয়, দ্বিতীয় ১০ দিনে ক্ষমা অর্জনে সক্ষম হয়। আর শেষ ১০ দিনে নাজাত লাভের চূড়ান্ত সাফল্য অর্জন করে। নবিজি (সা.) রমজানের শেষ ১০ দিনের প্রতি অসাধারণ গুরুত্বারোপ করেছেন এবং নানা নফল ইবাদতে শেষ দশককে সাজিয়েছেন।
হজরত আয়েশা (রা.) বলেন, নবিজি (সা.) রমজানের শেষ ১০ দিনে ইবাদতে যে পরিমাণ পরিশ্রম করতেন, তা অন্য কোনো সময় করতেন না। রমজানের শেষ দশকে নবিজি (সা.) ইবাদতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। (সহিহ মুসলিম)।
পবিত্র রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদার। এ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে রাত জেগে ইবাদত বন্দেগি করা নবিজির (সা.) অন্যতম সুন্নাত। তবে কর্মব্যস্ত লোকরা দিনের বেলায় পরিশ্রম করার কারণে রাত জাগতে পারেন না। বিশেষত আমাদের দেশের কর্মজীবী সাধারণ মানুষ রমজানের শেষ দশকে আরও বেশি ব্যস্ত হয়ে যান। তাদের জন্য এমন কিছু আমলের আলোচনা করা হলো-যেগুলো করলে সারা রাত না জেগেও তারা রাত জেগে আমল করার পূর্ণ সওয়াব পাবেন।
যে ব্যক্তি এ নিয়তে বিছানায় ঘুমাতে যায় যে, সে রাতে জেগে উঠে ইবাদত-বন্দেগি করবে। কিন্তু বিছানায় ঘুমানোর পর, তার ঘুম এত ভারী ছিল যে সে আর জেগে ইবাদত করতে পারেননি। ঘুমেই তার রাত অতিবাহিত হয়ে গেছে। তিনিও নিয়তের কারণে সারা রাত জেগে ইবাদত করার সাওয়াব পাবেন। আর এ ব্যক্তির জন্য রাতের ঘুমটি হবে আল্লাহর পক্ষ থেকে উপহার।
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে এশা ও তারাবির নামাজ পড়ে এবং ইমাম নামাজ শেষ করে চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন। আল্লাহতায়ালা ওই ব্যক্তিকে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সমান সাওয়াব দান করেন। (আবু দাউদ)। অন্য এক হাদিসে রয়েছে-প্রিয় নবি (সা.) বলেন, যে লোক এশা ও ফজর উভয় নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহতায়ালা তাকে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সাওয়াব দান করবেন। (মুসলিম)। অর্থাৎ এমন একটি সহজ আমল রয়েছে, যার মাধ্যমে মুমিন বান্দা সারা রাত ঘুমিয়েও পূর্ণ রাত ইবাদত বন্দেগি করার সওয়াব লাভ করবে। আর তা হলো এশা ও ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করা।
নবিজি (সা.) বলেন, যে ব্যক্তি রাতে ১০০টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহতায়ালা তাকে সারা রাত ইবাদতের সমান সওয়াব দান করবেন। (সহিহুল জামে)। কুরআনুল কারিমের যে কোনো সুরা বা স্থান থেকে ১০০টি আয়াত তেলাওয়াত করলেই সারারাত জেগে আমল করার সওয়াব পাওয়া যাবে। আল্লাহতায়ালা আমাদের এ সহজ আমলগুলো করার তাওফিক দান করুন। আমিন।
লেখক : ইসলামি গবেষক ও বিশ্লেষক
Leave a Reply