হায়রে মরন।
হাতের মেহেদির রং না শুকাতেই
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন নাঙ্গলকোটের এক টগবগে যুবক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কুমিল্লা সংবাদদাতা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও এলাকায় সিএনজি অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা তেলের লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান সিএনজি আরোহী এক যুবক।
মানিব্যাগে থাকা ঠিকানানুযায়ী জানা যায়, নিহত যুবক নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের দৈয়ারা পাড়ার রফিকুল ইসলামের একমাত্র ছেলে খলিলুর রহমান রুবেল (৩২)।
জানা যায়,গত ২৮ দিন পূর্বে খলিল বিয়ে করেছিলেন।কি আফসোস! হাতের মেহেদী রং শুকাতে না শুকাতেই চলে যেতে হলো তাকে না ফেরার দেশে।
দোয়া করি, আল্লাহপাক রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।
Leave a Reply