করি আমাদের সম্পদ, আমাদের দেহ, শক্তি সামর্থ, যৌবন কাল এসব নিয়ে কতইনা বড়াই করি আমরা। এক সেকেন্টের মধ্য্যই নাই হয়ে যেতে পারে আমার সব। নিষ্যেশ হয়ে যাতে পারি আমি আমরা মুছে যেতে পারে আমার সকল কর্মকান্ড।
আমাদের সকলকে ধাওয়া করছে মৃর্তু নামক সত্যটি। যা আমরা যেনেও মেনে নিতে কষ্ট পাই।
মৃর্তুর স্বাদ সকলকেই নিতে হবে পবিত্র কোর-আনে বর্নিত রয়েছে।
মৃর্তুর পর আমাদের দেহাবষেশ কতদিন পর্যন্ত টিকে থাকে একটু যেনে নেইঃ
মৃতদেহ কবরস্ত করার ২৪ ঘন্টা পর পর মৃতের শরীরের ভেতরে সৃষ্ঠ একধরনের পোকা পায়ুপথ দিয়ে বেরহতে থাকে, যাহা অত্যন্ত দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধ অন্যান্ন কিট-পতঙ্গদের নিমন্ত্রন দেয়। আশেপাশের সকল পোকামাকড়গুলো মৃতদেহের দিকে আসতেথাকে মাংশ খাবার জ এবং মাংশ খাওয়া আরম্ভ করে।
মৃতদেহ কবরস্ত করার ৩ দিন পর প্রথমে নাকের অবস্হা খারাপ হতে থাকে নাকে পঁচন ধরে। ৬দিন পর মৃতদেহের নখ খশেপড়ে। ৯দিন পর শরীরের চুল ও পশম ঝড়ে পড়তে থাকে এবং পেট ফুলতে থাকে। ১৭দিনের মাথায় পেট ফেটেযায় এবং ভেতরের সমস্ত কিছু বেড়িয়ে আসতে থাকে। ৬০ দিনের মধ্যে মানুষের শরীরের সমস্ত মাংশ ষেশ হয়ে যায়। একটুকরো মাংশও অবশিষ্ট থাকেনা। ৯০ দিনের মধ্যে সমস্ত হাড়গুলো আলাদা হয়ে যায়। ধীরে ধীরে হাড়গুলোও মাটির সঙ্গে মতো মিশে যেতে থাকে।
এদিকে পৃথিবীর বুকে বসবাসকারি ব্যাক্তিটি সেই মানুষটি মৃর্তুর পরে তার দাপট, ঐষর্য গাম্ভির্য, রাজত্ব, সুনাম সব মিটে যায়। তাহলে কেনো এতো অহংকার কিশের জন্য হানাহানি- কাটাকাটি?
Leave a Reply