
এলাকাবাডী নলেম,হামেদ আকনের কোন অপরাধ নেই !
হামেদ আকনের ছোট ছেলে নিপু আকন। মাদক ব্যবসায়ী জিরাতের শালী কে নিয়ে পালিয়ে গেছে। আর তার সুত্র ধরে হামেদ আকনের বাাড়ী এসে তাদের উপর আক্রৃন করে জিরাত।
জিরাত এলাকায় নেতাদের নাম ভাঙ্গানো সহ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত এক ব্যক্তি, একে আইনের আওতায় আনা হোক।
আমার মতে এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে একজন বাবার বয়সী লোক যত বড়ই অপরাধ করুক না কেন এর জন্য প্রশাসন আছে শাস্তি দেওয়ার জন্য এখানে বাবার বয়সী একজন লোককে এভাবে মারধর করা উচিত হয়নি।স্থানীয়ভাবে এদের কোন বিচার করার প্রয়োজন বোধ করি না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।
এদেরকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় যাতে কারো বাড়িতে ঢুকে এভাবে গৃহবধূ এবং বাবার বয়সী একজন বৃদ্ধ লোককে মারার সাহস করতে না পারে ভবিষ্যতে । অতি তাড়াতাড়ি এদেরকে আইনের আওতায় আনা হোক তা না হলে গ্রামের এলাকাবাসীরা মিলে গণধোলাই দিবে ইনশাল্লাহ আমতলী উপজেলাধীন ৪ নং হলদি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড কাঠালিয়া গ্রামে মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা আমতলী উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে এর ব্যবস্থা গ্রহণ করব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি এর সুষ্ঠু বিচার করা হোক এবং এদেরকে আইনের আওতায় আনা হোক।
ফেসবুকে আপলোড করা লেখা একটি ভিডিও থেকে নিউজটি সংগৃহিত করা হয়েছে এবয় সাথে স্ক্রিনসর্ট নিয়ে কিছু পিকচার আমরা এখানে আপলোড করেছি।
Leave a Reply