একজন ক্বোরআনের পাখির জন্য সাহায্যের হাত বাড়ান, উনি যাত্রাবাড়ি মাদরাসার ছাত্র ও ক্বোরআনের হাফেজ ৷
উনার বাবাও নেই ,চিকিৎসা করার মতো কোনো স্বামর্থ ও নেই, আমি উনার মায়ের সাথে ফোন করে কথা বলেছি ৷ প্লিজ প্লিজ প্লিজ ভাইটির জন্য সাহায্য করুন ৷
রক্ত না দিতে পারি শেয়ার তো করতে পারি।
জরুরি AB+ রক্ত লাগবে।
সর্বমোট ৬+ ব্যাগ রক্ত লাগবে
লোকেশন:ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
রোগীর ব্লাড ক্যান্সার,রক্তের প্লাটিলেট ২০ হাজারের নিচে নেমে এসেছে যেখানে থাকার কথা দের লক্ষ, আর রক্তের হিমোগ্লোবিন ৩.৯ এ নেমে এসেছে যেখানে থাকার কথা ৮।
প্রতিনিয়ত রোগীর নাক,চোখ,এবং প্রসাবের রাস্তা দিয়ে রক্ত ঝড়ছে।দুই চোখও প্রায় নষ্ট হয়ে গেছে, এক ডান চোখে এখন সামান্য দেখতে পায়।রোগীর বাবা মারা গেছে ১৫ বছর আগে,পরিবারে আছে বলতে ১জন মা আর বয়স্ক নানি।চাচারা থাকলেও তারা তাদের পরিবার নিয়ে ব্যস্ত এদের সাথে যোগাযোগ নাই।
আর্থিক অবস্থাও ভালো না এদের,ব্লাড ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে যা ছিলো প্রায় সব শেষ। এই রোগীর প্রতিদিন এক ব্যাগ করে রক্ত লাগতেছে, আমরা বিগত চারদিন চার ব্যাগ রক্ত ম্যানেজ করে দিলাম এবং বন্ধুরা মিলে আর্থিক সাহায্য করলাম কিন্তু আর ব্লাড পাওয়া যাচ্ছে না।আজকেও এক ব্যাগ রক্ত লাগবে,না দিলে রোগী মারাও যেতে পারে। তাই মানবিক দিক বিবেচনা করে কেউ সাহায্যের হাত বাড়ালে একজন অসহায় মায়ের শেষ সম্বলটুকু হয়তো টিকে থাকবে।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি রক্ত দিতে চান তবে
+8801313949307(রোগীর মায়ের নাম্বার) রক্ত দিতে হবে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে।
বিঃদ্রঃ রোগী আমার পূর্ব পরিচিত না,রোগীর মায়ের মানসিক অবস্থা দেখে সাহায্যের হাত না বাড়ায়ে পারলাম না।
আর কেউ আর্থিক সহায়তা করতে চাইলে মায়ের নম্বারে যোগাযোগ করবেন ৷
(সংগৃহিত)
Leave a Reply