এস,কে, হোসাইনঃ
চারদিকে যখন অগনিসংযোগের সংবাদ মিলছে তখন প্রবাসিদের মাঝে অগ্নিনির্বাপক সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষন দিচ্ছেন বাহরাইন পুলিশ ও বাহরাইন ফায়ার স্কট।
বাহরাইনে আজ সালমাবাদ ইন্ডাসট্রিয়াল এলাকাতে দেখা যায় কিছু সংক্ষক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা প্রবাসীদের প্রশিক্ষন দিচ্ছে।
যানাযায় এমন পদক্ষেপ বাহরাইন সরকার নেয়ার পেছনের কারনটি হচ্ছে, বাহরাইনে বহুবার আগুন লেগে বিভিন্ন যায়গায় প্রবাসীরা আহত হন। তাদের মাঝে অগ্নি নির্বাপক গ্যাস থাকা সত্যেও কোনো ভুমিকা তারা নিতে সক্ষম হননি। তাই প্রবাসীদের মাঝে সচেতনতা থাকলে নিজেদের নিজেরা নিরাপদ রাখতে সক্ষম। আর তাই এমন প্রচেচ্ঠা বাহরাইন পুলিশ ও বাহরাইন ফায়ার স্কটের।
Leave a Reply