জাপানের টকিও – উইনো শহরে অবস্হিত Daiichi Institute of technology ইউনিভার্সিটিতে আজ আনুষ্ঠানিকভাবে ( Information Technology) তথ্যও প্রযুক্তি বিভাগে অনার্স উর্ত্তীন্ন মেধাবি ছাত্রদের সনদ প্রদান করা হয়।
সেখানে সর্বমোট ১০জন উর্ত্তীন্ন মেধাবি ছাত্র/ছাত্ররীদের হাতে উক্ত ইউনিভার্সিটির অধ্যক্ষ নিজেই সনদ তুলেদেন।
সেখানে তিনজন বাংলাদেশি সনদ প্রাপ্তদের মধ্যে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার চারিজানিয়া গ্রামের সাংবাদিক মাওলানা কাসেম গাফুরির বড় ছেলে জনাব মোঃ নাজমুল কায়েস, তার সনদ পত্র গ্রহন করেন।
দীর্ঘ পাচটি বছরের সাধনার এই ফল পেলেন।
এই সনদ হাতে পেয়ে নাজমুল কায়েস আনন্দে উচ্ছাসিত হয়ে উঠেন। তাঁর এই সু-সংবাদের অপেক্ষায় থাকা মা-বাবা ও আত্নিয়সজন অনুস্ঠানের ভিডিও হাতে পেয়ে আল্লাহয় নিকট শোকর গুজার করেন এবং নাজমুল কায়েসের ভবিষ্যৎ অগ্রগতির জন্য সকলে দোয়া করেন।
একইসাথে অনলাইনে ফেসবুকে তাকে শুভেচ্ছা ও দোয়া জানান নেটিজেনরা।

Leave a Reply