সম্পাদকীয়ঃ
আজ ৭ই মার্চ, বাংলার জনতার জন্য একটি বিশেষ স্বরনিয় দিন।
১৯৭১ সালের এই দিনে ঢাকায় অবস্হিত সহরোয়ার্দি উদ্যানে, বঙ্গবন্দু শেখ মুজিব রহমান বাংলার ৭ কোটি জনতার ইদ্যেশ্যে এক অবিশ্বরনীয় ভাষন দিয়েছিলেন হানাদার বাহীনির বিরদ্ধে রুখে দাড়াবার। যা বাঙ্গালি জাতিকে তার সম্ভ্রম, স্বাধীনতা – সার্বভৌমত্য ফিরিয়ে পেতে হানাদার বাহীনির বিরুদ্ধে রুখে দাড়াতে উদ্বুদ্ধ করে।
বঙ্গবন্ধুর আজকের ভাষনে বাংলার জয়োানরা উদ্দম হয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পরার অনুপ্রেরনা পায়।
স্তাঁবাধীনতা কামি ৃানুষগুলোর শরীরে প্রতিবাদের রক্তের জোয়ার বইতে শুরু করে।
আজ সেই দিন, যেদিন বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে বাচাতে পন করেছিলো, ঝাপিয়ে পরেছিলো এক কালজয়ী মুক্তি যুদ্ধে।
বঙ্গবন্ধুর আজকের ভাষন বুকে ধরে রেখেছেন আজকের ১৮ কোটি মানুষ।
তুমি অমর অভুলনিয়। সালাম তোমায়, সালাম জানাই তাঁদের, যারা আাদের জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। সালাম সেই মা-বোনদের যারা হয়েছিলেন অত্যাারীত।
Leave a Reply